২ বছর পূর্তিতে কমলো ‘অনুরাগের’ জনপ্রিয়তা, অব্যাহত ‘জগদ্ধাত্রী’র জয়জয়কার! দেখুন TRP তালিকা

Target rating Point : TRP তালিকায় ফের জগদ্ধাত্রীর জয়জয়কার, সেরা দশে জায়গা করে নিল শিমুল

Nandini

8th february bengali serial top ten trp list

প্রতি সপ্তাহে সিরিয়ালের টিআরপি তালিকার (TRP List) আশায় থাকেন আপামর বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকেরা। বর্তমানে বিশেষত বাংলা ধারাবাহিক গুলির ক্ষেত্রে টিআরপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুরু থেকেই প্রতিটা সিরিয়ালকে টিকে থাকার জোর লড়াই চালিয়ে যেতে হয়। যে সিরিয়াল প্রথম বা দ্বিতীয় সপ্তাহেও তালিকায় বিশেষ জায়গা করতে পারেনা তাকে সরানোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়।

আর বর্তমানে তো টিআরপি তুলতে ধারাবাহিকে চরিত্রের বদল ঘটানো হচ্ছে। যে মুখ্য চরিত্রদের নিয়ে ধারাবাহিক শুরু হচ্ছে প্রয়োজনে তাদেরই বদলে ফেলা হচ্ছে। এমন ঘটনায় দর্শকের প্রিয় জুটি ভেঙে যাচ্ছে আর সেই ধারাবাহিকের প্রতি আকর্ষণও কমছে। বিগত বেশ অনেক গুলি সপ্তাহ তালিকায় একচ্ছত্র ভাবে প্রথম স্থানে রাজত্ব চালিয়ে গেছে ‘অনুরাগের ছোঁয়া’।

5th january bengali serial trp list

তবে গত ২-৩ সপ্তাহ যাবৎ চিত্রটা পাল্টে গেছে। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’কে মাত দিচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি। টিআরপি তালিকায় এখন প্রথম স্থানে কেবল ‘জগদ্ধাত্রী’কেই দেখা যাচ্ছে। এই সপ্তাহেও বেঙ্গল টপার। অন্যদিকে, গত সপ্তাহে অনুরাগের ছোঁয়া চতুর্থ স্থানে থাকলেও এই সপ্তাহে আরও একধাপ নিচের দিকে নেমে গেছে ধারাবাহিকটি। বর্ষপূর্তিতে নিম্নমুখী ধারাবাহিকের ফলাফল। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।

আরও পড়ুনঃ ‘রণজয় বিষ্ণু নাম নয়’! জানেন অভিনেতার আসল নাম? নিজেই জানালেন ছোটপর্দার ‘অনিকেত’

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম- জগদ্ধাত্রী (৮.৫)
দ্বিতীয়- ফুলকি (৮.৩)
তৃতীয়- গীতা LLB (৮.১)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.৮)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.৩)
কথা (৭.২)
সন্ধ্যাতারা / কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
জল থই থই ভালোবাসা (৬.৭)
তোমাদের রাণী (৬.৬)
Love বিয়ে আজকাল / কার কাছে কই মনের কথা (৬.৫)

7th september bengali serial top ten trp

এই সপ্তাহে আবার শিমুল নিজের জায়গা করে নিয়েছে সেরা দশের তালিকায়। গীতা দ্বিতীয় স্থান থেকে তৃতীয়তে এসেছে। তবে জগদ্ধাত্রী টপার হলেও নম্বর কমেছে তার। পাশাপাশি বাকি ধারাবাহিকের তাদের প্রাপ্ত নম্বর ও স্থান একপ্রকার ধরে রেখেছে বলা যায়। নন-ফিকশন শো গুলির লড়াইয়ে এই সপ্তাহে টিআরপি তে এগিয়ে আছে দিদি নং ১ সানডে ধামাকা ৬.৫ পয়েন্ট। আর দাদাগিরি ৫.৩ পয়েন্ট। ঘরে ঘরে জি বাংলার প্রাপ্ত নম্বর ১.৫।

× close ad