শিমুলের জনপ্রিয়তায় মুখ থুবড়ে পড়ল জ্যাস-দীপা! বিরাট ভোলবদল TRP-তে, রইল সম্পূর্ণ তালিকা

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকার অপেক্ষা করেন বহু সিরিয়াল প্রেমী মানুষ। টিআরপি বর্তমানে একটা ধারাবাহিকের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলা ধারাবাহিকের জন্য।

Nandini

9th november bengali serial top ten trp list

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকার অপেক্ষা করেন বহু সিরিয়াল প্রেমী মানুষ। টিআরপি বর্তমানে একটা ধারাবাহিকের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলা ধারাবাহিকের জন্য। ইতিমধ্যে অনেক বাংলা সিরিয়াল টিআরপি কম থাকার কারণে বন্ধ হয়ে গেছে। তাও শুরুর কিছুদিনের মধ্যেই।

সেই তালিকায় এমন অনেক ধারাবাহিক ছিল যা টিআরপি না তুলতে পারলেও অনেকাংশের কাছে জনপ্রিয় ছিল। স্টার জলসা ও জি বাংলা চ্যানেল টিআরপির ঘোড় দৌড়ে একের পর এক নতুন সিরিয়াল পর্দায় এনে চলেছে। তবে স্টার জলসা যে পরিমানে নতুন সিরিয়াল আনছে তার তুলনায় একটু পিছিয়ে জি বাংলা।

19th october bengali serial top ten trp

জি বাংলার কয়েকটি হিট সিরিয়াল তালিকায় রাজত্ব করার জন্য যথেষ্ট বলে মনে করেন অনুরাগীরা। গত সপ্তাহের তালিকা দর্শকদের একটা চমক দিয়েছিল। যেখানে প্রতি সপ্তাহে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ প্রথম স্থান অধিকার করে নিত। সেখানে গত সপ্তাহে সেই জায়গা ছিনিয়ে নিয়েছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি। তবে এই সপ্তাহে আবারও বিশেষ চমক পাওয়া গেল তালিকায়। রইল এই সপ্তাহের সেরা ১০ সিরিয়াল।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম- কার কাছে কই মনের কথা (৭.৭)
দ্বিতীয়- নিম ফুলের মধু / ফুলকি (৭.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩)
চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২)
পঞ্চম- LOVE বিয়ে আজকাল (৬.৪)
হরগৌরী পাইস হোটেল / সন্ধ্যাতারা (৬.৩)
ইচ্ছে পুতুল / জল থই থই ভালোবাসা (৬.২)
তুঁতে (৬.০)
তোমাদের রাণী / বাংলা মিডিয়াম (৫.৭)
মিলি (৫.১)

18th august bengali serial top ten trp

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট কিছুটা বেড়েছে। যদিও এই সময় ক্রিকেট চলার দারুন ধারাবাহিকে তার কিছুটা প্রভাব পরেই। গত সপ্তাহে অনুরাগের ছোঁয়া পঞ্চম স্থানে জায়গা পেয়েছিল। তবে এই সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এসেছে আবার। অন্যদিকে, মিলি সেরা দশে দশম স্থানে নিজের জায়গা করে নিয়েছে। তুঁতে আবারও সেরা দশে ফিরে এসেছে। জগদ্ধাত্রী পিছিয়ে গেছে তৃতীয় স্থানে।

× close ad