পরিবারের বিপক্ষে গিয়ে রাধিকার পাশে পোখরাজ! নায়কের প্রতিবাদী চরিত্রের প্রশংসা করলেন দর্শক

স্টার জলসার সবেমাত্র শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হল, ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকে জুটি হিসেবে দেখা মিলছে সকলকের প্রিয় মোহর ও ডিঙ্কাকে অর্থাৎ

Saranna

ekka dokka pokhraj character praised by netizens

স্টার জলসার সবেমাত্র শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হল, ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকে জুটি হিসেবে দেখা মিলছে সকলকের প্রিয় মোহর ও ডিঙ্কাকে অর্থাৎ রাধিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সোনামণি সাহা (Sonamoni Saha) ও পোখরাজের চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিককে (Saptarshi Moulik)। চেনা মানুষরা অভিনয় করছেন অনুরাগীরা বেশ পছন্দই করছেন। এই দুই জুটিও বেশ হিট।

দুজনের শুরুটা ঝগড়া দিয়ে শুরু হলেও, শেষ পর্যন্ত একে অপরের প্রতি রয়েছে একটা সফ্ট কর্ণার। রাধিকার কাকার মেয়ে বুবলুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল পোখরাজের। কিন্তু বুবলু জানত পোখরাজ রাধিকাকে ভালোবাসে, আর তাই নিজেই দুজনের মাঝে থেকে বিয়ের রাতেই পালিয়ে যায়। পোখরাজের কাকার ছেলে কোহিনুর বুবলুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।

ekka dokka radhika pokhraj weeding

এদিকে বিয়ের আসরে কনের বেশে রাধিকাকে দেখে সবাই অবাক। সেই সময় সবাই মিলে রাধিকাকে অপমান করে। পোখরাজ সকলের সামনে রাধিকাকে সিঁদুর পড়িয়ে দেয়। পোখরাজের বাড়ির লোক এই বিয়ে মানতে চায়না। এমনকি রাধিকাকে চড় মাড়তেও আসে পোখরাজের ঠাম্মি। ঠাম্মির হাত ধরে নিয়ে সে জানায়, তার স্ত্রীকে মারার অধিকার কেউ দেয়নি।

অন্যদিকে কোহিনুরের এই ধরণের চরিত্র বেশ প্রশংসা পেয়েছে দর্শকমহলে। অনান্য ধারাবাহিকে এমনটা দেখা যায়না। কোহিনুরের মধ্যে এরূপ প্রতিবাদ সত্তা দেখে বেশ খুশি দর্শকরা। নেটিজেনরা তাই সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভাইরাল প্রোমো টিকে। কেউ লিখেছেন, ‘অসম্ভব ভালো হচ্ছে এক্কাদোক্কা’। এক নেটিজেন লিখেছেন, ‘দারুণ এপিসোড’। আর একজন লিখেছেন, ‘ভালো লাগছে। অন্য রকমের গল্প’।

অন্যদিকে বুবলু আর কোহিনুরের বিয়ে দেখার জন্য সকলেই আগ্রহী। কারণ ওই দুজনের কেমিস্ট্রি বেশ সুন্দর লাগছে। এবার দেখার পালা কি হয়, একে তো রাধিকাকে পোখরাজ বিয়ে করেছে কেউ মেনে নেয়নি, অন্যদিকে কোহিনুর বুবলুকে বিয়ে করে নিয়েছে। এবার এক হুলস্থুলু কান্ড ঘটবে সেটা আশা করাই যায়।

রাধিকাকে বিয়ের আসরে পি[অক্ষরাজ নিজের মনের কথা খুলে বলেছে। তাদের মাঝে সম্পর্কটা কতটা সহজ বা জটিল হতে চলেছে সেটা দেখা এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে বুবলু আর কোহিনুর বিয়ের পর কতটা প্রাধান্য পাবে সেটাও একটা বড় ব্যাপার।

× close ad