এই বিশ্বে যেমন প্রতিনিয়ত কোথাও কেউ জন্ম নিচ্ছে তেমনই কোথাও কেউ মারা যাচ্ছেন। পৃথিবী ত্যাগ করছেন চিরতরে। মানুষের জীবন বড় স্বল্প সেই স্বল্পমেয়াদি জীবনে একটা মানুষ চায় নিজের সবটুকু নিয়ে ভালো থাকতে। আর ভালো থাকার মাঝেই যে কখন সময় ফুরিয়ে যায়। তা কেউ বলতে পারে না। ইদানিং কালে অভিনয় জগতের অনেক সুপরিচিত নক্ষত্র খসে পড়েছে।
তারা অজানার উদ্দেশ্যে চিরতরে পাড়ি জমিয়েছেন। তবে একজন শিল্পীর শিল্প কখনও মরেনা। রোজকার নতুনের ভিড়ে অনেক নামিদামি জানা অজানা শিল্পী হারিয়ে যেতে থাকলেও তাদের কাজ তাদের কথা সকলকে মনে করিয়ে দেয় বারংবার। তেমনই আজ এক শিল্পীর জীবন অধ্যায় শেষ হল। অভিনেত্রী সোনালী চক্রবর্তী (Sonali Chakraborty)। অনেক সিনেমা ও ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শককে আনন্দ দিয়েছেন।
গত দু দিন ধরে অভিনেত্রী হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থ ছিলেন তিনি। সোমবার ভোর ৪.০০ টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের সূত্রে খবর, অভিনেত্রী যকৃতের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। এর আগেও তাকে সেই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আবারও সেই একই সমস্যার কারণে গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবারে আর শেষ রক্ষা হয়নি।
অভিনেত্রীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রীর স্বামী তথা টলিউডের সুপরিচিত অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সোমবার সকালে তিনি স্ত্রীর একটি হাস্যজ্বল মুখের ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন “ভরা থাক স্মৃতিসুধায়…….”। অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন। অভিনেতা সংবাদ মাধ্যমে স্ত্রীর মৃত্যু নিয়ে জানিয়েছেন তার স্ত্রী অর্থাৎ অভিনেত্রী সোনালী দীর্ঘদিন ধরেই এই অসুখে ভুগছিলেন।
এর আগে তাকে হাসপাতালে ভর্তি করা হলে একটু সুস্থ হন তিনি। বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয় তাকে। তবে আবারও অভিনেত্রীর শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবারে আর তাকে বাড়ি ফেরানো হলনা। অভিনেতা জানিয়েছেন, অভিনেত্রী কেবল তার স্ত্রী ছিলেননা, ছিলেন তার সহকর্মীও। তিনি বন্ধু হারিয়ে ফেলেছেন।
সর্বশেষ অভিনেত্রী স্টার জলসার বর্তমান জনপ্রিয় এক সিরিয়াল ‘গাঁটছড়া’য় (Gaatchora) খড়ির জেঠিমার ভূমিকায় অভিনয় করছিলেন। যদিও তাকে খুব বেশি দেখা যায়নি ধারাবাহিকে। কারণ অসুস্থতার কারণে তিনি বেশিদিন শুটিং করতে পারেননি। শেষ দিকে বাড়িতেই ছিলেন তিনি। জানা গেছে, অভিনেত্রীর শেষকৃত্য করা হবে কেওড়াতলা শ্মশানে।