একটা ধারাবাহিক শেষ হলেই অভিনেতারা অনেকটা বিরতি পায়। আর যাদের সাফল্যমণ্ডিত কেরিয়ার, তাদের অপেক্ষা করতে হয়না, একটা ধারাবাহিক শেষ হলেই চলে আসে আর একটা ধারাবাহিক। আর যাদের কেরিয়ারে মন্দা যায়, তারা চাতকের মতো অপেক্ষায় থাকে কাজের। কিন্তু তবুও আসেনা কাজ। একটা ধারাবাহিকে অভিনয় করেই, তাদের জনপ্রিয়তা কমে যায়। তবে অনুরাগীরা বেশ মিস করেন।
তেমনই একজন অভিনেতা আজ যার কথা বলব, তাঁরও সাফল্যমণ্ডিত কেরিয়ার। অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জীর (Indranil Chatterjee) কথা বলছি। চিনতে পারছেন না এই নাম। আসলে আমরা ধারাবাহিক দেখে দেখে এতটাই গভীরে চলে যায় যে, ধারাবাহিকের চরিত্রের নাম গুলোই মনে থাকে, আসল নাম গুলো ভুলে যায়। তাই আসল নামের থেকে ধারাবাহিকের চরিত্রের নামেই তাঁদের চিনতে পারি। একেই বলে চরিত্রের সার্থকতা।
স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক, ‘আয় তবে সহচরী’। এই ধারাবাহিকের কাহিনী খুবই সুন্দর। এক মধ্য বয়সী মহিলার জীবনের চাওয়া-পাওয়া পূরণের কাহিনী নিয়ে ছিল এই ধারাবাহিক। এই মধ্য বয়সী মহিলার নাম সহচরী। সহচরীর ভূমিকায় অভিনয় করেছেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
এই সহচরীর কলেজেপা দিতেই সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু একমাত্র বরফি তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এই বরফির ভূমিকায় অভিনয় করেছেন অরুণিমা হালদার। আর বরফির বিপরীতে ছিলেন টিপু । টিপুর ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এবার বুঝতে পারলেন কার কথা বলছি, হ্যাঁ এই টিপুর কথা। ধারাবাহিক শেষ হয়েছে অনেক আগেই, অভিনেতা কে দেখা যায়নি কোথাও।
শোনা যাচ্ছে জি বাংলার পর্দাতেই আসছে একটি নতুন ধারাবাহিক। আর তাতেই অভিনয় করবেন ইন্দ্রনীল। তাঁর চরিত্র হবে অন্যরকম। এবার ভাবছেন এই অভিনেতার বিপরীতে কে অভিনয় করবেন? জানা যাচ্ছে, বিপরীতে অভিনয় করবেন সোহিনী গুহ রায় কিংবা স্বস্তিকা দত্ত। আবার অনেকের অনুমান সৌমিতৃষা কুন্ডু। দেখা যাক কে থাকে, বিপরীতে, সময় এলেই বোঝা যাবে।