আমরা জানি এই সপ্তাহে সোমবার অর্থাৎ ৩১ শে অক্টোবর আগের সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেয়েছিলো। এই সপ্তাহের তালিকা আজ প্রকাশ পাবে। দর্শক এখন ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল নিয়ে বেশ চিন্তিত ও উৎসাহিত থাকেন। বর্তমানে সিরিয়াল গুলি কতটা দীর্ঘস্থায়ী হবে তা সম্পূর্ণ নির্ভর করে সাপ্তাহিক টিআরপির উপর। ইদানিংকালে বহু সিরিয়াল খুব কম সময়ের ব্যবধানে শেষ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র টিআরপি না থাকার কারণে।
গত সপ্তাহে টিআরপিতে ধূলোকনা (Dhulokona) এগিয়ে ছিল। লক্ষ্য করলে দেখা যাবে ধূলোকনা ধারাবাহিকটি বিয়ের পর্বে প্রতিবার টপার হয়েছে। এবারেও লালনের বিয়ে ঘিরে ধূলোকনা দর্শকের আকর্ষণে পরিণত হয়েছিল আর সেই জেরেই ধূলোকনা ছিল প্রথম স্থানে। দর্শকের কাছে অতি প্রিয় একটি সিরিয়াল ‘মিঠাই’ ইদানিংকালে তালিকায় বেশ নিচের দিকে স্থান পাচ্ছে। তবে মিঠাই স্থান হারালেও গল্প ঠিক ধরে রেখেছে।
এর আগেও এমনটা হয়েছে এই ধারাবাহিকের সাথে। তবে তারা আবার প্রথম স্থানে ফিরেও এসেছে। এখন মিঠাইতে এক চরম খুশির মুহূর্ত দেখতে পাওয়া যাচ্ছে। মিঠাই (Mithai) অনুরাগীরা মিঠাই ও সিদ্ধার্থের সন্তান দেখতে চেয়েছিলেন তাদের আশা পূরণ হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এবারে তালিকায় মিঠাই দশম স্থানে। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ সেরা দশের তালিকা।
সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
ধূলোকনা – ৮.০ (প্রথম)
অনুরাগের ছোঁয়া – ৭.১ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী – ৭.০ (তৃতীয়)
গৌরী এল – ৬.৯
আলতা ফড়িং – ৬.৬
মাধবীলতা / এক্কা দোক্কা – ৬.৫
গাঁটছড়া – ৬.৩
সাহেবের চিঠি – ৬.১
লক্ষী কাকিমা সুপারস্টার – ৫.৮
মিঠাই – ৫.৬
এবারের তালিকায় অনেকটা পিছিয়ে গেছে গাঁটছড়া। তালিকায় এবারেও এগিয়ে আছে ধূলোকনা। ধূলোকনায় এখন চড়ুইয়ের বিয়ে চলছে। গৌরী এলো পিছিয়ে গেছে কিছুটা। এক্কা দোক্কা তালিকায় উপরের দিকে উঠতে শুরু করেছে। জগদ্ধাত্রী এবারেও নিজের তৃতীয় স্থানে রয়েছে। নতুন হলেও বাকি নতুন ধারাবাহিক গুলোর তুলনায় বেশ আকর্ষণীয় এই সিরিয়ালটি। দর্শক এখনও পছন্দ করছেন।
সিরিয়ালের পাশাপাশি নন ফিকশন শো গুলিও আছে। এবারের টিআরপি তালিকায় তাদের স্থান অনুযায়ী, জী বাংলা ও স্টার জলসার নন ফিকশন শো গুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে এবারে জী বাংলার দিদি নং ১ রবিবার স্পেশাল পর্ব ৫.৪ পয়েন্ট। জী বাংলার অন্যতম শো সা রে গা মা পা পেয়েছে ৫.৩ পয়েন্ট। স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র পেয়েছে ৪.৯ পয়েন্ট। আর জী বাংলার রান্নাঘরের প্রাপ্ত পয়েন্ট ১.০। এছাড়া এবারে গৌরী এলো ধারাবাহিকের কালীপুজো উপলক্ষ্যে স্পেশাল দু ঘন্টার পর্ব ছিল যার টিআরপি পয়েন্ট ৫.৯।