মৃত্যুকে হারায় যে সে মৃত্যুঞ্জয়ী। ‘আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে, যাব আমি চলে’। এটাই মৃত্যুঞ্জয়ী দের মূল মন্ত্র। আর এই মৃত্যুঞ্জয়ী যিনি তিনি হলেন ঐন্দ্রীলা শর্মা (Aindrila Sharma)। দু দুবার মৃত্যুকে জয় করে আজ তিনি আবারও সেই মৃত্যু মঞ্চে যুদ্ধ করছেন । বিধাতা আবারও তার পরীক্ষা নিচ্ছে, তবে আস্থা রয়েছে সকলের, জয়ী হবেন নিশ্চয়ই।
২০১৫ সালে প্রথম ধরা পড়ে ক্যান্সার। তখন একাদশ শ্রেণীতে পড়েন, বয়স মাত্র ১৭। ধীরে ধীরে চিকিৎসা চলে। তারপর সব পরিস্থিতি স্বাভাবিক হয়, পড়াশোনা সম্পূর্ণ হলনা, এইসব পরিস্থিতির জন্য। তাই ফিরে আসেন অভিনয় জগতে। বেশ কিছু বছর অভিনয় করেন। কিন্তু আবারও সেই বিপদ ২০২১ এ আবার অসুস্থ হয়ে পড়েন। আবার দীর্ঘ লড়াইয়ের পর, ফিরে আসেন অভিনয়ে।
ফিরে এসেও হলনা শেষ রক্ষা। আবারও বুধবার অসুস্থ হয়ে পড়লেন। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, ৭২ ঘন্টা কেটে গেলেও এখনও অবস্থা সঙ্কটজনক। এখনও তিনি কোমায় রয়েছেন। সবাই তাঁর সুস্থতার কামনা করছেন।
সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, সুস্থ হওয়ার পরে এসেছিলেন সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) দাদাগিরি (Dadagiri)অনুষ্ঠানে। সেখানে নেচেছিলেন, ‘খাদ’ ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া গান ‘দেখো আলোয় আলো আকাশ’- এ। তাঁর নাচ দেখে সকলেরই চোখে জল এসেছিল। এই নাচ দেখে, এখনও আবেগে ভাসছেন নেট নাগরিকরা। তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত।
এক অনুরাগী বলেছেন, ‘জীবনের স্বতঃস্ফূর্ত উদাহরণ…….অনবদ্য, অসাধারণ’। আর একজন লিখেছেন, ‘সত্যি ই তোমাকে দেখে শিখলাম এভাবেও ফিরে আসা যায়।’ এক নেট নাগরিক লিখেছেন, ‘তুমি আমাদের সবার কাছে আইকন। তোমাকে দেখলে জীবনে লড়াই করার ইচ্ছা প্রবলভাবে বেড়ে যায়’। এক অনুরাগী তাঁর আরোগ্য কামনা করে লিখেছেন, ‘ঐন্দ্রিলার জন্য অনেক ভালোবাসা আর অভিনন্দন। সব্যসাচী আর ঐন্দ্রিলার মত মানুষেরা যেন সব সময় ভালো থাকে আর পৃথিবীর যে কোনো বিপদ কাটিয়ে আবার জীবনের গতিতে ফিরতে পারে’।