‘রাধিরাজ’ লেখিকার অনবদ্য সৃষ্টি! ‘এক্কা দোক্কা’য় সোনামণির অভিনয়ের প্রশংসা করছেন অনুরাগীরা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। যাকে এর আগে দেখেছি মোহর ধারাবাহিকে। মোহর শেষ

Saranna

netizen praised sonamoni saha for ekka dokka radhika character acting

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। যাকে এর আগে দেখেছি মোহর ধারাবাহিকে। মোহর শেষ হতেই এক্কাদোক্কা ধারাবাহিকে অভিনয় শুরু করেন। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাধিকা। তাঁর বিপরীতে পোখরাজের ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী খ্যাত অভিনেতা সপ্তর্ষি মৌলিক। দুজনের কেমিস্ট্রি বেশ জমে উঠেছে। 

মোহর ধারাবাহিকে সোনামনি যেমন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিল, এই ধারাবাহিকেও তেমন অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। তাই তাঁর বেশ ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, সোনামনি কতটা জনপ্রিয় সকল অনুরাগীদের কাছে। শুধু রাধিকা নয়, পোখরাজের চরিত্রও বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

ekka dokka radhiraj juti

বিশেষ করে এখন বর্তমানে যে এপিসোড চলছে, সেই অভিনয় দেখে দর্শকরা বেশ আপ্লুত । তাই তো পোখরাজের প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, ‘পোখরাজ কে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি…

মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে সত্য কথা বলার সাহস রাখে….অসাধারণ একটা চরিত্র সৃষ্টি করেছেন লেখিকা মহাশয়া, অনুরোধ রইল, আমাদের সকলের ভালবাসার প্রিয়পাত্র পোখরাজকে এমনই রাখবেন সবসময়…নইলে এক্কাদোক্কা দেখার মাধুর্যটাই হারিয়ে যাবে। 

ekka dokka serial

পোখরাজ চরিত্রে সপ্তর্ষি মৌলিক এর দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে যাচ্ছে প্রতিদিন….ওর মুখ নয় চোখ কথা বলে…অনেক বড়ো মাপের অভিনেতা…রাধিকার অসহায়তা কষ্ট দিচ্ছে প্রতিদিন। সোনামনি সাহা অসাধারণ অভিনয় দিয়ে সেটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলছেন’। 

আর এক অনুরাগী লিখেছেন, ‘মাত্র কয়েকটি সাম্প্রতিক এপিসোড – আর তাতেই রাধিরাজ উতল হাওয়ার মতো বুঝি এসে দোলা দিয়ে গেলো মনে। আর সেই থেকে বাতাসে মিশে আছে বিলীন না হওয়া এক মধুর অনুভূতির মৃদু স্পর্শ। কতবার – কতবার – যে এই এপিসোড গুলি দেখে গেছি – নিজেই হিসেব রাখি নি। রাধিরাজ হৃদয়  ছুঁয়েছে সন্দেহ নেই। লেখিকার কলমে আবার এক  অনবদ্য সৃষ্টি হয়ে উঠছে পোখরাজ ও রাধিকা’।

× close ad