পড়াশোনা না করেই উকিল হল নোলক! ‘গোধূলি আলাপে’র নতুন প্রোমো ট্রোল হল নেটপাড়ায়

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। এই ধারাবাহিকের গল্প শুরু থেকেই ছিল আলাদা। এক অসম বয়সী প্রেমের কাহিনী। গল্পের

Saranna

godhuli alap new promo trolled on social media

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। এই ধারাবাহিকের গল্প শুরু থেকেই ছিল আলাদা। এক অসম বয়সী প্রেমের কাহিনী। গল্পের নায়ক আর নায়িকার বয়সের বিস্তর ফারাক। এই দেখে শুরুর দিকে অনেক ট্রোল হয়েছিল, কিন্তু মাঝখানে সবার বেশ পছন্দ হচ্ছিল। বর্তমানে জনপ্রিয়তা কমে গেছে, টিআরপি তেও এর স্থান নেই। যা দেখে সকলেই বিষণ্ণ।

ধারাবাহিকের নায়ক তথা অরিন্দমের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন। আর নোলকের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সমু সরকার। ধারাবাহিক নির্মাতারা ভেবেছিলেন এত জনপ্রিয় একজন অভিনেতা যেহেতু থাকছে, সেহেতু ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু তা নয়, উল্টে কমে গেছে জনপ্রিয়তা। তাই টিআরপি বাড়াতে ধারাবাহিক নির্মাতারা ধারাবাহিকের কাহিনীতে এনেছেন চমক। যা দেখে সকলেই অবাক।

godhuli alap new promo

বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, গ্রামের সাদাসিধে নোলক এবার উকিল। সম্প্রতি প্রোমো তে দেখা যাচ্ছে, রোহিনী বলছে, ‘অরিন্দম যখন কোনো কেষ হাতে নেয়, তখন কাউকে কেয়ার করে না’। এরপরেই ভেসে আসে নোলকের গলা ‘কোর্ট রুমে ড্রামা নয়, যুক্তির খেলা চলে’। নোলককে উকিলের অবস্থায় দেখে সকলেই অবাক।

আরও পড়ুনঃ সত্যিই কি মারা গেল মিঠাই, নাকি সিডি বয়ের মতো চমকে দেবে মিঠি? জল্পনা নেটপাড়ায়

ধারাবাহিকটি লিপ নিয়েছে। অরিন্দমকে চিঠি লিখে সে বাড়ি ছেড়ে চলে যায়। উকিল হয়ে আবার সে অরিন্দমের মুখোমুখি হয়। হাইপ্রোফাইল দম্পতির ডিভোর্স কেস লড়ছে অরিন্দম। অরিন্দমের বিপক্ষে থাকছে নোলক। নোলক সবার সামনে বলে, যুক্তির লড়াইয়ে সেই জেতে যে সৎ থাকে। এরপরেই অরিন্দম জিজ্ঞাসা করে, আপনি কি নোলক? এতদিন কোথায় ছিলে, কিন্তু নোলক জানায়, ‘কল মি অ্যাডভোকেট দাস’। এভাবেই তাদের সম্পর্কের সমীকরণ এগোয়।

এই প্রোমো ভিডিও দেখে সকলেই ট্রোল করছেন। একজন লিখেছেন, ‘একমাত্র জলসাতেই সম্ভব এসব আজগুবি কাহানী বানানো। পড়াশোনা ছাড়া উকিল হয়ে যাওয়া’। আর একজন লিখেছেন, ‘এরা পারেও বটে,,,আমরা এতো পড়াশোনা করে কিছুই করতে পারলাম না আর এরা সব না পড়াশোনা করেই টুকটুক করে কি সুন্দর উকিল হয়ে যাচ্ছে’।

× close ad