এতদিন আমরা হিন্দি চ্যানেলে দেখে এসেছি, সাপ সম্পর্কিত ধারাবাহিক। কিন্তু কখনও বাংলা চ্যানেলে দেখিনি। এবার বাংলা চ্যানেলেও আসছে সাপ। সম্প্রতি স্টার জলসার একটা নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ‘পঞ্চমী’ (Panchomi) নামক একটি ধারাবাহিক আসছে। যেখানে নেই সাধারণ কূটকাচালি, রয়েছে অলৌকিক সাপুড়ে কাহিনী। এই প্রথম বার স্টার জলসায় (Star Jalsha) সাপ নিয়ে কাহিনী হচ্ছে, এর আগে সিনেমায় দেখা গেছে।
প্রোমোতে দেখা যাচ্ছে, মন্দিরে নাগ পঞ্চমীর দিনে পূজা করছেন পুরোহিত। সেখানেই এক অন্তঃসত্ত্বা মহিলার প্রবেশ। সে পুরোহিতকে বলে, বাচ্ছা প্রসব করার জন্য। যখন সেই বাচ্চা প্রসব হয়, তখন দেখা যায়, বাচ্চার নাভি থেকে বেড়িয়ে যাচ্ছে সাপ। এরপরই দেখা যায় আশেপাশে ঘুরছে সাপ। এখান থেকেই বোঝা যায় সে কোনো সাধারণ মেয়ে নয়।
সেই মেয়ে বড় হয়, এক মন্দিরে জমিদার গিন্নিকে সাপ কামড়াতে যায়। তখন এই পঞ্চমী সেখানে তাকে সাবধান করে। পঞ্চমীর অনুরোধে সাপ সেখান থেকে চলে যায়। সাপ বোঝে পঞ্চমীর ভাষা। কারণ পঞ্চমী ইচ্ছাধারী নাগিন। সেও সাপেদেরই একজন। একথা সে জানে না।
তবে এই পঞ্চমী ভালো সাপ। কিন্তু ভালো সাপের পাশাপাশি তো থাকে খারাপ সাপ। সেই খারাপ সাপ অর্থাৎ নেগেটিভ চরিত্র তাহলে কে হবে। পজিটিভ চরিত্রে পঞ্চমীর ভূমিকায় দেখা মিলছে অভিনেত্রী সুস্মিতা দে কে। এবার দর্শকরা চাইছেন পিহু অর্থাৎ অভিনেত্রী সৃজলা গুহ কে এই নেগেটিভ চরিত্রে রাখতে। বেশ মানাবে তাঁকে, এমনটাই দাবি তাদের।
“Srijla কে নাগিন হিসেবে দারুন লাগবে ওর মত গ্ল্যামারাস sharpe jaw line যাদের তাদের এই ধরনের রোল গুলো তে দারুন যায়…পঞ্চমী র নেগেটিভ যদি কোনো নাগিন থাকে ওকে নিলে জাস্ট জমে যাবে কারণ যে কোনো সুপার ন্যাচারাল শো গুলো তে নেগেটিভ চরিত্র গুলো দমদার না হলে মানায় না srijla কে ব্যাপক লাগবে”।