ক্যান্সারজয়ী বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মঙ্গলবার রাত থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হঠাৎই অভিনেত্রীর ব্রেইন স্ট্রোক হয়, এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই রয়েছেন। চিকিৎসকেরা অপারেশন করেন, কিন্তু তাও অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করার। ক্যান্সারের পর ফের এক নতুন যুদ্ধের সম্মুখীন তিনি।
বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা। ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি জন্মদিনের দিন জানতে পারেন এই রোগের কথা। তখন তিনি একাদশ শ্রেণীতে পড়েন। তখনও শুরু হয়নি অভিনয় যাত্রা। দিল্লিতে চিকিৎসা শুরু হয়,টানা দেড় বছর চিকিৎসা চলার পর ২০১৬ সালে সুস্থ হন। সুস্থ হওয়ার পর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু শারীরিক কারণে পড়াশোনা শেষ করতে পারেননি।
এরপর শুরু হয় অভিনয় যাত্রা। ২০১৭ সালে ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সব্যসাচী।এখান থেকেই শুরু হয়, সব্যসাচীর সাথে বন্ধুত্ব। এই বন্ধুত্ব থেকে শুরু হয় প্রেম। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন। পাঁচ বছর সব ঠিকঠাক চলে। সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি । কিন্তু হঠাৎই আবার ছন্দপতন।
২০২১-এর ফেব্রুয়ারি হঠাৎই তিনি ডান কাঁধে ব্যথা অনুভব করেন। চিকিৎসকরা দেখেন, ডান ফুসফুসে ১৯ সেন্টিমিটারের একটি টিউমার রয়েছে। আবার দেন কেমো। তবুও হাসি মুখে লড়াই চালিয়ে গেছেন, পাশে পেয়েছিলেন, কাছের বন্ধুর ও ছায়াসঙ্গী, সব্যসাচী চৌধুরীকে। সুস্থ হয়ে আবার ফিরেছিলেন ফ্লোরে। অনুগামী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু তারকা অনেকটা স্বস্তি পেয়েছিলেন।
তবে আবারও এক খারাপ খবর জানা গেল। সম্প্রতি, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অভিনেত্রীর হার্ট অ্যাটাক করেছে। এমনিই তার অবস্থা আশঙ্কাজনক। ব্রেন স্ট্রোকের পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর তার শরীরে নতুন করে আবার সংক্রমণ দেখা দিয়েছে। জানা যাচ্ছে, মাথার যেদিকে অস্ত্রোপচার হয়েছিল এখন তার বিপরীতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে।
তার ঔষধ পরিবর্তন করা হয়েছে। কিন্তু তারপরেও বিশেষ কোনো সাড়া চিকিৎসকরা পাচ্ছেননা। কিছুদিন আগেই অভিনেতা সব্যসাচী সোশ্যাল মাধ্যমে সকলের কাছে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে বলেছেন। এই মুহূর্তে কোনো মিরাক্কেলই তাকে আবার ফিরিয়ে আনতে পারে সুস্থ জীবনে। টলিউডের অনেকেই সব্যসাচীর এই পোস্টে সাড়া দিয়েছেন।