ধারাবাহিক দেখে দেখে মানুষ বোরিং হয়, তাই তো ধারাবাহিকের পাশাপাশি মানুষকে বিনোদন দিতে, আনা হয় নানান নন ফিকশন শো। জি বাংলা থেকে স্টার জলসা, স্টার জলসা থেকে কালার্স বাংলা সবেতেই একটা করে নন ফিকশন শো রাখা হয়। এগুলো দর্শকদের মন ভালো রাখতে, বোরিং কাটাতে রাখা হয়। যাতে তারা বাংলা চ্যানেল বিমুখ না হয়।
তাই তো প্রতিদিন জি বাংলা (Zee Bangla) তে আমরা দেখি, দিদি নাম্বার ওয়ান, রান্নাঘর এবং উইকেন্ডে দাদাগিরি, সারেগামাপা , ডান্স বাংলা ডান্স ইত্যাদি। অন্যদিকে স্টার জলসাতেও দেখা যায়, ডান্স ডান্স জুনিয়র সহ আরও অনেক নন ফিকশন শো। কালার্স বাংলাতেও দেখা মেলে নন ফিকশন শো রান্নাঘরের। সব চ্যানেলেই প্রায় দেখা মেলে।
মানুষকে আরও বিনোদন দিতে, জি বাংলা আনছেন নতুন একটি নন ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। সম্প্রতি সামনে এসেছে এই শোয়ের প্রোমো ভিডিও। তাতে দেখা যাচ্ছে অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder) পৌঁছে যাচ্ছেন সবার ঘরে ঘরে। সকল সদস্যদের সঙ্গে গানে, নাচে, আড্ডায় মেতে উঠবেন তিনি। সূত্রের খবর, রান্নাঘরের বদলে আসতে পারে এই শো। এখনও যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই প্রোমো দেখে সকলেই এটাকে ‘রোজগেরে গিন্নি’র কপি বলছেন। কালার্স বাংলা তথা আগে ছিল ইটিভি বাংলা তাতে এই শো দেখানো হত। এই শোয়ের সঞ্চালিকা প্রথমে ছিলেন লাজবন্তী রায়। পরে দেখা যায় পরমা বন্দোপাধ্যায়। সঞ্চালিকা সবার বাড়ি বাড়ি যেতেন, সকল সদস্যদের সাথে আড্ডা মারতেন, মজার মজার গেম শো হত। খেলায় জিতলে দেওয়া হত, হরেক রকম উপহার।
তবে সকলেই ঘরে ঘরে জি বাংলা শো দেখার জন্য উদগ্রীব। একজন লিখেছেন, ‘সুস্বাগতম,,,, অভিনব উদ্যোগ।। আমার বাড়িতে আসার আমন্ত্রণ জানালাম ও অপেক্ষায় থাকলাম’। কেউ লিখেছেন, ‘রোজগেরে গিন্নির ছোঁয়া পেলাম’। কেউ লিখছেন, ‘দিদি শিলিগুড়িতে যদি আসতে খুব ভালো হতো। আমার বাড়িতেও আসতে’।