জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গৌরী এল’ (Gouri Elo)। এই ধারাবাহিকটি শুরুর দিকে দর্শকদের বেশ পছন্দের ছিল। কিন্তু বর্তমানে ধারাবাহিকটি ব্যাপক ট্রোলের মুখে পড়েছে। কারণ ধারাবাহিকটিতে বর্তমানে বেশি কুসংস্কার দেখানো হচ্ছে। তাই দর্শকরা বেশ ট্রোল করছে। কারণ এখন বিজ্ঞানের যুগ। আর এই যুগে কিনা এত কুসংস্কার। তাই ব্যাপক ট্রোলের মুখে পড়ছে এই ধারাবাহিক।
ধারাবাহিকে দেখা যাচ্ছিল, গৌরী কে মায়ের অংশ রূপে দেখানো হচ্ছে। ছোটো দাদু তাকে দেবী রূপে প্রতিষ্ঠিত করে। ঈশান আর গৌরীর ফুলশয্যার দিন, তাকে তুলে এনে দেবী রূপে প্রতিষ্ঠিত করেন। সবাই তাকে দেবী জ্ঞানে পূজা করে। এতদিন আমরা দেখে এসেছি, ছোটো দাদু তার মেয়ে শৈল কে মায়ের অংশ রূপে সবার সামনে প্রতিষ্ঠিত করে। কিন্তু এখন গৌরীকে নিজের হাতিয়ার বানিয়েছে।

গৌরী এখন মানুষদের সেবায় নিয়োজিত। সে এখন সমস্ত রোগীকে সারিয়ে তোলে। মানুষের শরীরে রোগ হলে আর ডাক্তারের কাছে কেউ যায়না, বরং সবাই আসে গৌরীর কাছে। গৌরী এখন পুরিয়া দেয়, আর সেই পুরিয়া তেই কাজ চলে যায়। কিন্তু বর্তমানে আরও এক নতুন জিনিস দেখা গেল।
আরও পড়ুনঃ আধুনিক সমাজে দাঁড়িয়ে চলছে কুসংস্করের প্রচার! ‘গৌরী এলো’ নিয়ে ক্ষোভ প্রকাশ দর্শকদের
গৌরী আর ঈশানকে যারা তারা করেছিল, তাদের থেকে বাঁচতে গৌরী ভ্রামরী রূপ ধারণ করল। গৌরীর চারিদিকে লোকজন ভ্রমর অর্থাৎ মৌমাছি দেখতে পেল। কেউ আর গৌরীর কাছে আসতে পারল না। এরপর লোকজন বলে উঠল, এটা মায়ের ভ্রমরী রূপ, মা রেগে গেছেন। সবাই পালাও। এই বলে সবাই পালিয়ে গেল। নিজের এই রূপ দেখে গৌরীও অবাক।
এইসব দৃশ্য দেখে রেগে যাচ্ছেন নেটিজেনরা। তারা বলছেন এসব বন্ধ করুন। একজন লিখেছেন, ‘ভারতের মানুষ নাকি ধর্ম নিয়ে খুব সচেতন,, বাজে এই একটা নাটক কে কিভাবে দেখছে,, এই নাটকে হিন্দু ধর্ম নিয়ে মজা বানিয়ে রেখে দিয়েছে, এই গুলো কোনো নাটক হলো? এইগুলো বন্ধ করা উচিত।
আবার অনেকে বলেছেন অতিরিক্ত শুরু করছে এই নাটকে, গৌরী ওভার একটিং এর মেলা, যতসব। আর একজন লিখেছেন, ‘এভাবে আমাদের ধর্ম টাকে সবার কাছে হাসির পাত্র না করলেই কি নয়? চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া উচিত! যত্তসব আলতু ফালতু টপিকের সিরিয়াল’।








