জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। আমরা দেখেছি, মিঠাই এ দেখানো হয়েছে, মিঠাইয়ের মৃত্যুর পর্ব। মিঠাই মারা গিয়েছে। তার ছেলে শাক্য কে নিয়ে নাছোড়বান্দা মোদক পরিবারের সকলেই। কেউ তাকে সামলাতে পারছে না। সে এতটাই ছটফটে দুষ্টু যে, তাকে ঠিক করতে পারে একমাত্র তার মা। কিন্তু তার মা তো নেই। এবার কে তাকে সামলাবে?
তাই তাকে সামলাতে সবার সামনে উপস্থিত হয়েছে, মিঠি নামক একটি মেয়ে। সেই মিঠিকে দেখতে হুবহু মিঠাই এর মত। তবে আদব-কায়দা আলাদা। মাথায় নেই লম্বা বিনুনি, পরনে নেই শাড়ি। কথা বার্তাতেও মিঠাই এর থেকে আলাদা। উচ্ছে বাবুর মত ঝড়ঝড়ে ইংরেজী তে পারদর্শী। একে বারে মিঠাই এর বিপরীত। তবে মিঠাইয়ের মতো একটু দুস্টু বুদ্ধি বা স্বভাব মিঠির মধ্যেও বর্তমান।
মোদক বাড়িতে এসে তার সাথে আলাপ হয়, সিদ্ধার্থের। সে তাকে সিংহ মশাই বলে ডাকে। আমরা দেখেছি, সিদ্ধার্থ মিঠাই এর খুনিদের খোঁজার জন্য নিজেই পুলিশ হয়েছে। মিঠির বক্তব্য সে এই পুলিশের বাড়ি কিছুতেই থাকবে না। তাই সে মোদক বাড়ির ছাদ থেকেওড়না নিজে ফেলে সেই ওড়নার মাধ্যমে ঝুলে পালানোর চেষ্টা করে। আর তখনই পৌঁছে যায় পুলিশ বাবু।
আরও পড়ুনঃ দর্শকের ইচ্ছাপূরণ, মুখোমুখি হবে মিঠাই-মিঠি! অনুরাগীদের সুখবর দিলেন অভিনেত্রী সৌমিতৃষা
সিড মিঠির সমস্ত কার্যক্রম দেখে। মিঠি তাকে দেখে অবাক হয়ে যায়। সিড জানায়, সে সব কিছু জেনে গেছে। এই কথাতেই সকল দর্শকরা অবাক। মিঠির সমস্ত পরিচয় জেনে গেছে সিড। তাহলে মিঠি কে? কারণ এতদিন সকলের মনেই সংশয় ছিল, মিঠি কে। হয়ত মিঠাইয়ের জমজ বোন।
এও শোনা যাচ্ছে, মিঠির বাবা-মা নেই। তাকে মানুষ করেছেন এক মাসি। তাহলে কি মিঠি আর মিঠাই জমজ বোন? মিঠাই কে মিঠাই এর মা নিয়ে চলে আসে, আর মিঠি কে ওখানে রেখে দিয়ে আসে। সেই সম্ভাবনা টা কতটা সত্যি হয়, তা জানতে হলে দেখতে হবে মিঠাই। সবটাই ক্রমশ প্রকাশ্য। ভবিষ্যতে বোঝা যাবে কি হয়।