গত রবিবার অর্থাৎ ২০ শে নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। মাত্র ২৪ বছর বয়সেই থেমে গেল অভিনেত্রীর জীবনের চাকা। তার জীবনের মতোই তার অভিনয় জীবনটাও বেশ অল্প সময়ের ছিল। তবে ওইটুকু অল্প অভিনয় জীবনেই তিনি নিজের অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছিলেন সকলের। অভিনেত্রীর মিষ্টি স্বভাব, সুন্দর হাসি আর অসাধারণ অভিনয় তাকে সকলের কাছে স্মরণীয় করে রাখবে।
মানুষের জীবনটা বড্ড অপ্রত্যাশিত। কার জীবনে কখন কোন সমস্যা আসবে তা আগে থেকে বোঝা বা বলা খুব কঠিন। জীবনের দৈর্ঘ টাও কেমন যেন সীমিত। বেঁচে থাকার সময়সীমাটা কারুরই জানা নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে কেউ না কেউ কোথাও না কোথাও আমরা কাউকে হারাই। প্রতিমুহূর্তে আমরা আমাদের ভালোবাসার মানুষ গুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আবার সেই একই সময়ে কোথাও আমরা ভালোবাসার মানুষদেরকে নতুন ভাবে পেয়ে থাকি নতুন নতুন রূপে।
অভিনেত্রী ঐন্দ্রিলার মৃত্যুটা বেশ মর্মান্তিক। একজন যোদ্ধা ছিলেন তিনি। নিজের দেহে বেড়ে চলা মারণ রোগের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের উদাহরণ হয়ে থাকবেন তিনি একটা গোটা প্রজন্মের কাছে। তবে সব লড়াইয়েই তো শেষ থাকে আজ তাই তার লড়াইটাও শেষ হয়ে গেছে। তবে সেটা বড্ড সময়ের আগে। অভিনেত্রীর এই চরম সময়ে তার পরিবারের পাশাপাশি তার সাথে সবসময় এক পরম বন্ধু ছিলেন।
একজন প্রকৃত বন্ধু। বন্ধু না হলে ভালোবাসার মানুষ হয়ে ওঠা যায়না তাইনা। সর্বদা অভিনেত্রীর সাহস হয়েছেন তিনি। তবে প্রকৃত বন্ধুকে হারিয়ে তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন। সম্প্রতি, অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) নিজের ফেসবুক ও ইন্সট্রাগ্রাম একাউন্ট ডিলিট করে দিয়েছেন। মূলত এর আগে তিনি জানিয়েছিলেন, অভিনেত্রীর কথাতেই তিনি পোস্ট লিখতেন তবে তার জীবনের সাথেই থেমে গেছে অভিনেতার কলম।
অভিনেত্রীর অনুরাগীরা তাদের সোশ্যাল মাধ্যমে বিভিন্ন পুরোনো নতুন ছবি অভিনেত্রীর খুঁজে পোস্ট করছেন। সম্প্রতি, অভিনেতা সব্যসাচী ও অভিনেত্রী ঐন্দ্রিলার ‘ঝুমুর’ ধারাবাহিকটি বেশ চর্চায় উঠে এসেছে। সেখানে একসাথে বাস্তব জুটিকে পর্দার জুটি হিসাবে পেয়েছিলেন দর্শক। আর সেই সিরিয়ালে তাদের বিয়ের ছবি সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘ঝুমুর’ ধারাবাহিকের এই বিয়ের দৃশ্য আর অভিনেতা অভিনেত্রীকে বিয়ের সাজে দেখে আবেগঘন অনুরাগীরা। এমনটা তো বাস্তবেও হতে পারতো কিন্তু সময় সবটা বদলে দিয়েছে কয়েক মুহূর্তে। তবে এখন আবার অভিনেত্রীর এই ধারাবাহিকটি দর্শক দেখতে শুরু করেছেন। আর সেখান থেকেই কিছু মুহূর্ত আবারও জীবন্ত হয়ে উঠছে নতুন করে।