বিয়ের মরসুমে প্রেমে পড়লেন রূপসা চট্টোপাধ্যায়! তার ভালোবাসার মানুষটি কে? রইল ছবি

চারিদিকে বিয়ের মরসুম। রিল লাইফ থেকে রিয়েল লাইফ সবেতেই বিয়ের আমেজ। সকলেই বিয়ের সাজে সজ্জিত। আসলে অগ্রহায়ণ মাসটা এলেই কেমন বিয়ে বিয়ে ফিল হয় সবার।

Saranna

actress rupsha chatterjee opening about her life partner

চারিদিকে বিয়ের মরসুম। রিল লাইফ থেকে রিয়েল লাইফ সবেতেই বিয়ের আমেজ। সকলেই বিয়ের সাজে সজ্জিত। আসলে অগ্রহায়ণ মাসটা এলেই কেমন বিয়ে বিয়ে ফিল হয় সবার। আবার এই সময়েই কিন্তু অনেক প্রেমের উদ্ভব হয়। ধরুন বিয়ে বাড়িতে গিয়ে কাউকে আপনার পছন্দ হয়েছে, সেই থেকেই শুরু হয় প্রেমের। তাই বলা যেতেই পারে, বিয়ের মরসুম মানেই,নতুন প্রেম, নতুন ভালোবাসা সবকিছুই।

টলিউড ইন্ডাস্ট্রিতেও তাই চলছেই প্রেমের মরসুম। বাংলা টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। যিনি পজিটিভ নয়, নেগেটিভ চরিত্রেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। যিনি অভিনয় করেছেন, ‘ভানুমতীর খেল’, ‘ফেলনা’ ধারাবাহিকের। অভিনয় করেছেন বিভিন্ন ওয়েব সিরিজে। এই অভিনেত্রী প্রেমে মজলেন এই মরসুমে।

rupsha chatterjee

সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছে কপালে চুম্বন করছেন এক যুবক। কে এই যুবক? যুবকের নাম সায়নদ্বীপ সরকার। এই যুবকটি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির কেউ নন, তিনি কর্পোরেটে কর্মরত। দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলেই দেখা মিলেছে, দুজনের কাটানো মুহুর্ত। সকলেই এই ছবি দেখে বেশ আপ্লুত, বেশ খুশি। কমেন্টে তাই একজন লিখেছেন, কিউট।

তাদের প্রথম আলাপ দেড় মাস আগে, এক বন্ধুর বাড়িতে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসা । এই নতুন মানুষ আসায় অভিনেত্রী বেশ খুশি। তবে তার ভয়ও লাগছে। কারণ সবাই এত ভালো ভালো বলছে তাই। অভিনেত্রী বেশ সোজাসাপ্টা মানুষ। নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন এবং কথা বার্তাতে কোনো রাখঢাক নেই।

rupsha chatterjee sayandeep sarkar

এ তো গেল প্রেমের পর্ব। তাহলে বিয়ে কবে? ২০২৩ সালের শুরুর দিকে হবে বাগদান পর্ব। অভিনেত্রী জানান, ‘আমি বেশ খুশি সায়নদীপের সঙ্গে। ইচ্ছা আছে আগামী বছরে বাগদান সম্পন্ন করার। আর শেষের দিকে বিয়ে সেরে নেওয়ার ইচ্ছা রয়েছে’। তিনি আরও জানান, ‘সায়নদীপ আমার ভবিষ্যৎ, আমি ওর সাথে ভবিষ্যৎ দেখছি, তাই লুকিয়ে রাখতে চায়না। আগেও সম্পর্ক হয়েছে, সে সম্পর্ক পরিণতি পায়নি, তবে ইন্ডাস্ট্রির কোনও মানুষের সঙ্গে আর প্রেম নয়’।

× close ad