ছোটো পর্দায় কামব্যাক স্বস্তিকা দত্তের, বৌমা নয় একেবারে শ্বাশুড়ির চরিত্রে দেখা মিলবে তার! রইল প্রোমো

স্টার জলসা কি একাই বাজিমাত করবে নাকি, জি বাংলা (Zee Bangla) কি কিছুই পারেনা, এমন প্রশ্নের উদ্বেগ হয়েছিল জি অনুরাগীদের। স্টার অনুরাগীরা মজাই নিচ্ছিল। এবার

Saranna

swastika dutta's new serial promo come out

স্টার জলসা কি একাই বাজিমাত করবে নাকি, জি বাংলা (Zee Bangla) কি কিছুই পারেনা, এমন প্রশ্নের উদ্বেগ হয়েছিল জি অনুরাগীদের। স্টার অনুরাগীরা মজাই নিচ্ছিল। এবার মজা নেবে জি অনুরাগীরা। কারণ কিছু দিন আগে স্টার জলসায় দেখা যাচ্ছিল নতুন ধারাবাহিক আসতে, এবার জি বাংলায় দেখা যাচ্ছে একের পর এক নতুন ধারাবাহিকের রমরমা।

সম্প্রতি দেখা যাচ্ছে সম্প্রচারিত হচ্ছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। অন্যদিকে আসছে নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’। আবার শোনা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায় ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Haowa)। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের প্রোমো শেয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রচারণের দিনক্ষণ ও সময়। জি অনুরাগীরা এবার বেশ খুশি।

swastika dutta's new serial promo on zee bangla

প্রোমোতে দেখা যাচ্ছে, ঝিলমিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। তবে সে বেজায় ছটফটে। বাবার কাছে লক্ষী, তবে মায়ের কাছে বেশ বকা, খায়। বেনিয়মে চলে। তার চরিত্রের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, সে একজন ভেন্ট্রিলোকুইস্ট। অন্যদিকে গল্পের নায়ক সে কিন্তু বড্ড নিয়ম মানে। সবসময় নিয়ম মেনেই চলে , সে পরিবারের কর্তা এবং সে শ্বশুর মশাই।

আর সেই বেশি বয়সী শ্বশুর মশাই তথা নায়কের সাথে বিয়ে হবে অল্প বয়সী ঝিলমিলের। কিভাবে হবে সম্পর্ক, সেটাই দেখার। আর এই ঝিলমিলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল অভিনেত্রীর কামব্যাকের খবর। এবার প্রোমো সমেত এল সেই খবর। আর অন্যদিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা।

জানা যাচ্ছে, ধারাবাহিকটি আগামী ১২ই ডিসেম্বর থেকে রাত ৯.৩০ টায় সম্প্রচারিত হবে। শেষ হচ্ছে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের পথচলা। তার পরিবর্তে দেখা যাবে। ধারাবাহিকটি বেশ জমজমাট হবে। একদিকে অসমবয়সী প্রেম, অন্যদিকে নায়িকা ভেন্ট্রিলোকুইস্ট অর্থাৎ মায়াস্বরী। যে কিনা মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে কথা বলবে। আর দেখে মনে হবে, ওই পুতুল ই কথা বলছে।

× close ad