ইচ্ছেনদী’র অদ্রিজা, মা এর ঝিলিক, লালকুঠির বীথি এইসব রিল লাইফের নামেই তিনি জনপ্রিয়। তাঁকে মানুষ প্রথম দেখেন মা ধারাবাহিকে। তারপর তো রয়েছে আরও অনেক ধারাবাহিক। সুন্দর যেমন অভিনয়, তেমনই সুন্দরী তিনি। কখনও তিনি পজিটিভ চরিত্রে আবার কখনও সুন্দরী জাঁদরেল ভিলেন চরিত্রে। আবার তিনি রাজনীতিবিদ। একাধারে তাঁর হাজারও গুণ। কার কথা বলছি বুঝতে পারছেন কি? নিশ্চয়ই বুঝতে পারছেন।
তিনি হলেন টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের (Sritama Bhattacharjee) কথা। মা ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছেন। এরপর তাঁর দেখা মিলেছিল, ‘দেবী চৌধুরানী’, ‘ইচ্ছে নদী’, ‘বীণাপাণি’ সহ একাধিক ধারাবাহিকে। অভিনেত্রীকে শেষবার দেখা মিলেছে লালকুঠি ধারাবাহিকে বীথির চরিত্রে। মা ধারাবাহিকে পজিটিভ চরিত্রে দেখা গিয়েছিল, এরপর থেকে তার চরিত্রে ছিল নেগেটিভ শেড।
সবেমাত্র শেষ হয়েছে লালকুঠি ধারাবাহিক। এরই মধ্যে তাকে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol) ধারাবাহিকে। হয়ত ধারাবাহিকে দেখা যাবে নেগেটিভ চরিত্রেই। তবে এখনও কিছু জানা যায়নি। নতুন ধারাবাহিকে শ্রীতমা ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা। ইতিমধ্যেই টিভির পর্দায় রাত ৯ টার স্লটে শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিক।
অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি কিন্তু একজন সক্রিয় রাজনীতিবিদ। ২০২২-এর পুরসভা ভোটে কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন তিনি। প্রথমবার ভোটে দাঁড়িয়েই জিতে গিয়েছিলেন তিনি। এতেই বোঝা যাচ্ছে, তাঁর জনপ্রিয়তা কতটা। এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই দেখা যায় তার রিলস ভিডিও।
অভিনেত্রী বাস্তবে কিন্তু বেশ ছটফটে, হাসিখুশি। নেই কোনো নেগেটিভিটি। তবে ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নেই তার। কারণ কাজ শেষ হয়ে যাওয়ার পর সহ অভিনেতা দের সাথে তিনি যোগাযোগ রাখেন না। বন্ধু নেই তো কি হয়েছে, তিনি পেয়েছেন গার্জেন, পেয়েছেন শুভাকাঙ্খী। সেটা হল অপরাজিতা আঢ্য। অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে ‘অপা মা’ বলে সম্বোধন করেন। এবং সমস্ত কথা শেয়ার করেন।