বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির বলা ভুল হবে, টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অদিতি চট্টোপাধ্যায় (Aditi Chatterjee)। নব্বইয়ের দশকে ষোলো সতের বয়সে সাহসী দৃশ্যে অভিনয় করতেও পিছপা হননি তিনি। এতটাই দক্ষ ছিলেন। দূরদর্শনের ‘এক আকাশের নিচে’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল পথচলা। অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘দহন’-এ। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে।
‘এক আকাশের নীচে’ ধারাবাহিক থেকেই তাঁর জনপ্রিয়তা। শাশ্বত চট্টোপাধ্যায় এবং অদিতির জুটি দর্শকদের মন মুগ্ধ করতে বাধ্য করেছে। এই জুটির জনপ্রিয়তা প্রবল ছিল। ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির যেমন জনপ্রিয়তা ছিল, তেমনই এই জুটির ছিল জনপ্রিয়তা। আজও সকলের মনে এই জুটি এখনও গেঁথে রয়েছে। আর ‘এক আকাশের নীচে’-এর পর থেকে তাঁকে কেউ অদিতি নামে চিনত না, সবাইই চিনত নন্দিনী নামে।
শুধু এক আকাশের নীচে ধারাবাহিক করেই ক্ষান্ত হয়েছেন তা কিন্তু নয়। বর্তমান সময়ের অনেক ধারাবাহিকেই তিনি অভিনয় করেছেন। তাঁকে ‘গোয়েন্দা গিন্নি’ ধারাবাহিকে দেখা গেছে। অভিনয় করেছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে ভৈরবী মায়ের চরিত্রে। অভিনয় করেছেন ‘পিলু’ ধারাবাহিকে পিলুর শাশুড়ির চরিত্রে। সব চরিত্রই ছিল পজিটিভ এবং মমতাময়ী। কখনো নেগেটিভ চরিত্রে দেখা যায়নি।
তবে মিঠাই ধারাবাহিকে রেবতী চরিত্রে তাঁর দেখা মিলেছিল । চরিত্রটি ছিল নেগেটিভ শেডের। নেগেটিভ হলেও মুখে ছিল মায়াময়ীর স্পষ্টতা। মিঠাই এর পর আবারও তাঁকে দেখা মিলবে ছোটো পর্দায়। স্টার জলসায় আগত নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’ তে। তাঁর চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানা যায়নি। হতে পারে নেগেটিভ, আবার হতে পারে পজিটিভ। ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে চরিত্রের শেড।
উল্লেখ্য, ইতিমধ্যেই বড় পর্দায় একটি ছবির শ্যুটিং সেরে ফেলেছেন। জিৎ চক্রবর্তী পরিচালিত কথামৃত সিনেমায় তাঁর দেখা মিলবে। তাঁর চরিত্র কর্পোরেট লুকের। চরিত্রের নাম অনন্যা। আর বিপরীতে থাকবেন বিশ্বনাথ বসু। ২৫ বছর পর তিনি বড় পর্দায় ফিরেছেন। তাঁর এই ফেরা কে সকলেই স্বাগতম জানিয়েছেন।