নতুন ধারাবাহিকের জন্য, তড়িঘড়ি করে শেষ করে দিতে হচ্ছে ধারাবাহিক গুলো। আর তাতেই মন ক্ষুণ্ণ হচ্ছে সকলের। কেন শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক গুলো। আর ধারাবাহিক নির্মাতাদের কাছে এই প্রশ্নের উত্তর চাইছেন অনুরাগীরা। নাই তো শেষ করতে পারত। অনেকেই বলছেন শেষই যখন করে দেবেন তাহলে শুরু করলেন কেন? সম্প্রতি দেখা যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘ধূলোকণা’ (Dhulokona) বন্ধের মুখে।
ধারাবাহিকটি কিন্তু টিআরপি টপার। তা সত্ত্বেও এমন ঘটনা। যা শুনে সকলেই মুর্ষিত। সবার প্রশ্ন একটাই কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? এক অনুরাগী লিখেছেন, ‘আমরা অনেকেই বুঝতে পারছিনা কেন ধূলোকণা নাটকটা হঠাৎ করে শেষ হওয়ার কথা উঠলো। নাটকেতো অনেক কিছু দেখানো বাকী রয়ে গেল মিমির বিয়ে লালনের বিয়ে ফুলঝুড়ির গান গেয়ে উপরে উঠা এসব অনেক কিছু বাকী রয়ে গেল মাঝখানে পথে নাটক বন্ধ গুসনা করা হলো এটা একদম ঠিক হলো না আমরা অনেক কষ্ট পেয়েছি ‘।
সত্যিই তো একথা একেবারে ঠিকই। কেন শেষ হবে এখনই? এ বিষয়ে, গল্পের লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Gangopadhyay) জানিয়েছিলেন। এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। তবে এটা সত্যি ধারাবাহিকটি শেষ হচ্ছে। তবে তিনি জানান, অনান্য অনেক ধারাবাহিক তো ৩-৪ মাস চলে বন্ধ হয়ে যাচ্ছে, সে জায়গায় ধূলোকণা তো এক বছর চলার পর তা বন্ধ হচ্ছে। সব ধারাবাহিক তো টিআরপির কারণে বন্ধ হচ্ছে না।
এই তো ধূলোকণা ধারাবাহিকের ভালো টিআরপি আছে, তা সত্ত্বেও, এটা বন্ধ হচ্ছে, এর জন্য টিআরপি দায়ী নয়। এই ধারাবাহিকের গল্প শেষ, তাই শেষ হচ্ছে। আর কিছু অবশিষ্ট নেই। একটা গল্প শেষ হলে, তবেই আর একটা গল্প শুরু হবে, এটাই নিয়ম। এর থেকে বেশি কিছু তিনি বলেননি। তবে দর্শকরা চান, ভালো ধারাবাহিক দেখতে। তাতে যেন পরকীয়া না থাকে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর (২০২২, রবিবার) ‘ধুলোকণা’র শেষ সম্প্রচার। তবে সম্প্রতি জানা যাচ্ছে, এই ধারাবাহিকের বদলে এই স্লটে আসতে পারে নতুন ধারাবাহিক, বাংলা মিডিয়াম আসতে পারে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে জী বাংলা কৃষ্ণকলির জনপ্রিয় জুটিকে। অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তিয়াসা রায়কে।