সবাই বলে ধারাবাহিক মানেই নাকি কূটকাচালি। কিছুই শেখা যায় না ধারাবাহিক থেকে। বরং কু শিক্ষাটাই শেখে মানুষ। এই কথাটাই চলে আসছে। তবে অনেক ধারাবাহিক থেকে কিন্তু শিক্ষাটাও আসে। সবসময় যে কু শিক্ষাটা আসে তা কিন্তু নয়। আর সেই শিক্ষামূলক এপিসোড দেখে দর্শকরা বাহবাই দেন। সবাই বলে, বাহ এই এপিসোড টা দারুণ তো।
সম্প্রতি তেমনই একটি ধারাবাহিক দেখে মানুষের বেশ পছন্দ হয়েছে, সেটা হল সবে মাত্র শুরু হওয়া ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)। সুশান্ত দাশের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। দূরে গিয়েও কাছে আসার গল্প। এই ধারাবাহিকে নতুন জুটি শ্বেতা আর হানি বাফনা। হানি বাফনার চরিত্রটি একেবারে অন্য লুকের। এই লুকে কখনও দেখা যায়নি।
ধারাবাহিকের প্রোমোতেই দেখা গিয়েছিল, শুভ্র খুব রাগী আর বদমেজাজি লোক। তার সাথে জয়ীর বিয়ে হয়েছিল, একটা ডিল নিয়ে। এক বছরের ডিল। এটা বাড়ির কেউই জানে না। তবে জয়ী কিন্তু সে সব ভাবেনি, সে সুখে-শান্তিতেই সংসারে মত্ত। এক বছর হওয়ার পর শুভ্রর স্ত্রী জয়ী শুভ্র কে ছেড়ে চলে যায়। জয়ীর যাওয়ার ইচ্ছে নেই, তাও তাকে যেতে হয়।
এবার ধারাবাহিকটি যখন শুরু হল, তখন শুভ্র আর জয়ীর বিয়ের পর্ব দিয়েই শুরু হয়েছে ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের এপিসোডে দেখা যাচ্ছে, ভাত কাপড়ের অনুষ্ঠান। বাঙালির ঘরে ঘরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বর বউ এর হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
এই ধারাটায় চলে আসছে। এই ধারাবাহিকে যখন শুভ্র কে ওই কথাটা বলতে বলা হল, তখন শুভ্র জানান, আমি এসব বোকা বোকা কথা বলতে পারব না। এই দৃশ্য দেখে সকলেই খুশি। হ্যাঁ সত্যিই তো, কেন এসব বোকা বোকা কথা বলবে সে। এখন তো চিন্তাধারা পাল্টাচ্ছে। কেন নির্ভরশীল হয়ে থাকবে একে অপরের প্রতি।