পুরানো কে বদলে আসবে নতুন, এটাই তো নিয়ম। তাই তো, স্টার থেকে জি, সবেতেই পুরানোর বদলে আসছে নতুন ধারাবাহিক। আর যেগুলোর টিআরপি একদম কম, সেগুলোকেই বেছে নেওয়া হচ্ছে, শেষের জন্য। এর জন্য ধারাবাহিকের কলাকুশলী থেকে সকলেই মুষড়ে পড়ছে। কারণ সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে, তাই। সকলেই এখন চিন্তিত, কি হবে, কোন ধারাবাহিক শেষ হবে।
কারণ এখন ধারাবাহিকের টিআরপিই শেষ কথা বলে। আর তাই ধারাবাহিকের টিআরপির জন্যই ধারাবাহিকের গল্পের গোরু গাছে ওঠে। এরপর যখন দেখা যাচ্ছে, তাও টিআরপি বাড়ছে না, তখনই স্লট চেঞ্জ করে দেওয়া হয়। আর স্লট চেঞ্জ করে দেওয়ার পরও যখন দেখা যায়, কিছু হচ্ছে না, তখন শেষমেশ ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি, তিন মাসেরও কম সময়ে শেষ হয়েছে ‘মাধবীলতা’ (Madhabilata)।
তেমনই একটা ধারাবাহিক হল স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘মাধবীলতা’ , যা কিনা মাত্র তিন মাসেই শেষ হয়ে গেল। গাছকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই ধারাবাহিক। গাছ প্রেমকেই দেখানো হয়েছিল। একজন নারী যে কিনা গাছকে ভালোবাসে। গাছ কে সে কাটতে দেবে না কিছুতেই। তাই তার সাথে বিবাদ চোরাশিকারিদের।
এ হেন ধারাবাহিকের প্রোমো দেখে সকলেই ভেবেছিল, একটা অন্যরকম ধারাবাহিক হবে। তাই সবার দেখার আগ্রহ ছিল। কিন্তু যখন দেখতে পেল, সেই কূটকাচালি, তাই তখনই টিআরপি কমতে শুরু করল। আর ব্যস কোপ পড়ে গেল ধারাবাহিকের উপর। আর যারা এই ধারাবাহিকটা দেখত, যাদের ভালো লাগত, তাদের মন খারাপ, তারা বলছেন, গল্প রেখেই নাটক শেষ।
তবে অনুরাগীদের জন্য সুখবর, এবার আসছে, মাধবীলতা সিজন ২। এডিটর সৌম্যদীপ একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তীকে এবং তাতে লেখা রয়েছে, ‘মাধবীলতা সিরিয়াল সিজেন ১ সম্পূর্ণ হল সিজেন ২ খুব শীঘ্রই আসছে’। এক অনুরাগী এটা দেখে লিখেছেন, ‘তবে কি আসলেই মাধবীলতা সিজন-২ আসছে আর যদি সিজন২ আসে আপনার কেমন লাগবে? আমার তো শুনে ভালোই লাগছে মাধবীলতা আবারও আসছে’।