নতুন ধারাবাহিকের জন্য শেষ করে দেওয়া হচ্ছে, পুরানো ধারাবাহিক। সময়ের আগেই শেষ করে দেওয়া হচ্ছে তড়িঘড়ি করে। দর্শকরা কিছুতেই সেটা মেনে নিতে পারছেন না। কারণ একটা ধারাবাহিকের প্রতি অনেক মানুষের ইমোশন জড়িয়ে আছে। অনেক ভালো লাগা মন্দ লাগা জড়িয়ে আছে। অনেকেই ফিল করে সেই ধারাবাহিকের চরিত্রদের সাথে। আর তাই কষ্ট টা হয়।
সম্প্রতি জি বাংলা (Zee Bangla) শুরু করেছে, একের পর এক নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও আনা। আর তাতে পুরানো ধারাবাহিকের অবসান ঘটছে। সম্প্রতি তাই গতকাল শেষ হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) ধারাবাহিকের পথচলা। ১২ ই এপ্রিল ২০২১ এ শুলু হয়েছিল পথচলা, আর শেষ হলে ৯ ই ডিসেম্বর ২০২২ এ। প্রায় এক বছরের বেশি সময় ধরে চলল ধারাবাহিকটি।
ধারাবাহিকের মুখ্য চরিত্র উর্মি-সাত্যকির রয়েছে অগণিত ফ্যান। আর তাই অন্তিম দৃশ্য দেখানোই দর্শকদের চোখে চলে এল জল। অন্তিম দৃশ্যে দেখা যাচ্ছে, উর্মি আর সাত্যকি তাদের বাহন দেবের সাথে পথ চলতে থাকে। মনে করতে থাকে, কিভাবে তাদের দেখা হয়েছিল। দেখা হওয়ার পর কীভাবে তাদের বিয়ে হয়।
জীবনে এসেছে অনেক চড়াই উতরাই, সেগুলো পার করে আজ তারা অ্যাপ ক্যাবের মালিক। এই মালিকানাটা তাদের জীবনে কীভাবে এল সব টা তারা স্মৃতি চারণ করছে। আধা ঘন্টায় পুরো ধারাবাহিকের শুরু থেকে শেষ হওয়ার কাহিনীটা সংক্ষেপে দেখানো হয়। এরপরই ছিল একটা চমক।
উর্মি রক্ষিত আর সাত্যকি সরকার এই একই নাম দিয়ে এক প্রেমিক প্রেমিকার সাথে তাদের আলাপ হয়। তাদের প্রেমের পরিপূর্ণতা দিতে, বাহন দেবকে তাদের সঙ্গী হিসেবে হাতে তুলে দেয় উর্মি সাত্যকি। এরপরই সাত্যকি জানায়, দ্যাখো উর্মি আজ থেকে নতুন সাত্যকি উর্মির পথচলা শুরু হবে। এই দৃশ্য দেখে সবার চোখে জল। এক অনুরাগী তাই লিখেছেন, ‘জি কাকু তোমার প্রতি কৃতজ্ঞ।
পথকে শেষে এতো সুন্দরভাবে সমন্বিত করার জন্য’। আর এক অনুরাগী লিখেছেন, ‘খুব কষ্ট হচ্ছে, তোমাদের আর দেখতে পাবো না , এই সিরিয়াল দেখে মন অনেক ভালো হয়ে যেত । কি করার আছে , একটা কথা তোমরা ভালো থেকো , আর আবার তোমাদের আবার কোনো নতুন সিরিয়াল করতে দেখতে যেন পাই । তোমরা অনেক মানুষ মনে ছেয়ে গেছো । অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য’।