নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন ‘খেলাঘর’ অভিনেত্রী পূর্ণা! সঙ্গী কি শান্টু?

একটা ধারাবাহিক যখন শুরু হয়, তখন মানুষ সেই ধারাবাহিকের কাহিনী এবং প্রতিটি চরিত্র দর্শকদের পছন্দ হতে শুরু করে। তাই তো তারা সেই চরিত্রদের সাথে আটকে

Saranna

actress swikriti majumder coming on new serial

একটা ধারাবাহিক যখন শুরু হয়, তখন মানুষ সেই ধারাবাহিকের কাহিনী এবং প্রতিটি চরিত্র দর্শকদের পছন্দ হতে শুরু করে। তাই তো তারা সেই চরিত্রদের সাথে আটকে যায়। যখন ধারাবাহিক শেষ, তখন সেই চরিত্রদের মানুষদেরও আর দেখতে পাবে না। আর তাই তো তারা আর্জি জানায়, নতুন ধারাবাহিকে তারা যেন আবার ফেরে ।

আর তাই তো দর্শকদের কথা মাথায় রেখে, ধারাবাহিক নির্মাতা ফেরালেন টেলিভিশনের জনপ্রিয় এক অভিনেত্রীকে। তিনি হলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। তাঁকে দেখা গিয়েছিল, ‘খেলাঘর’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিল, সৈয়দ আরেফিন। তাদের চরিত্রের নাম ছিল, শান্টু-পূর্ণা। শান্টু-পূর্ণার এই জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। কিন্তু ধারাবাহিকটি টিআরপির জন্য শেষ করে দেওয়া হয়।

khelaghor actress swikriti majumder

আর তাই অনুরাগীদের দাবি ছিল, আবার যেন ফিরে আসে শান্টু-পূর্ণার জুটি। তাই দর্শকদের কথা মাথায় রেখে, শান্টু-পূর্ণা কে নয়, শুধুমাত্র পূর্ণাকেই ফিরিয়ে আনলেন এসভিএফ। শোনা গিয়েছিল, তিনি হিন্দি ধারাবাহিকে কাজ করবেন বলে মুম্বাইয়ে গিয়েছেন। কিন্তু তিনি হিন্দি নয়, বাংলা ধারাবাহিক নিয়েই ফিরছেন স্টার জলসায়। আর তাঁর বিপরীতে দেখা যাবে, ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ধারাবাহিকের অভিনেতা অর্পণ ঘোষাল কে।

শুধু এরা দুজন নয়, ধারাবাহিকে থাকছে আরও চমক। এই আসন্ন সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখা মিলবে শাশুড়ির চরিত্রে। আর তাঁর বিপরীতে দেখা মিলবে বিপ্লব বন্দ্যোপাধ্যায় কে। প্রযোজনা সংস্থার তরফে চুক্তিপত্র গেছে তাঁর কাছে। এখনও তিনি স্বাক্ষর করেননি । তবে নতুন ধারাবাহিক নিয়ে তিনি বেশ উত্তেজিত।

swikriti majumder

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল, 2017 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম ‘গোলমাল’-এ। এরপর আর দেখা মেলেনি। বরং মিলেছিল রাজনীতির মঞ্চে। রাজনীতির আঙিনাতেই তিনি ব্যস্ত ছিলেন। রাজনীতির আঙিনা থেকে একটু বিরতি নিয়ে, আবারও ফিরছেন পর্দায়। একদিকে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ফিরছেন, অন্যদিকে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। দর্শকরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে, অপেক্ষা করছেন, কবে ধারাবাহিকটি আসবে।

× close ad