বাংলা ধারাবাহিক (Bengali Serial) মানেই শুধু পরকীয়া, নায়কের পাঁচবার বিয়ে, কোনো কিছু শিক্ষামূলক বিষয়বস্তু খুঁজে পাওয়া যায় না। আগেকার ধারাবাহিক গুলো তবুও ছিল একরকম। বর্তমানের ধারাবাহিক গুলোতে শুধুই রয়েছে কুশিক্ষা। ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে বরতমান গল্প। এমনই সব কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে। ফলে সিরিয়াল দেখার প্রবণতা কমে যাচ্ছে। বর্তমান প্রজন্ম ধারাবাহিক বিমুখ হয়ে পড়ছে। এখন দর্শক শুধুমাত্র মাঝ বয়সী, মা-কাকিমা-ঠাম্মা।
তবে এই সব কথাকে এক নিমেষে ধুলিস্যাৎ করে দিল, জগদ্ধাত্রী (Jagadhatri), খেলনা বাড়ি (Khelna Bari), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lakkhi Kakima Superstar)। ধারাবাহিকের কাহিনীতে এমন কিছু চমক আনলেন ধারাবাহিক নির্মাতা, যা সত্যিই শিক্ষণীয়। তিনটি ধারাবাহিকের কাহিনী আলাদা আলাদা। তাই আলাদা রকম ভাবে যেমন শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে, তেমনই দেখানো হয়েছে সমাজের কালো দিক গুলো। সমাজের কালো দিক গুলো তুলে ধরে মানুষকে আরও সচেতন করা হচ্ছে।
প্রথমেই দেখা যাক ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিককে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র জগদ্ধাত্রী, সে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই। কিন্তু এর আড়ালে সে স্পেশাল ক্রাইম অফিসার। নিজের বুদ্ধি খাটিয়ে সমস্ত আঁতাতের দলকে বিনাশ করে। শুধু তাই নয়, সমাজের যেসব খারাপ ঘটনার আমরা সম্মুখীন হই তাদের মধ্যে অন্যতম হল নারী পাচার। সেই নারী পাচার কীভাবে করা হচ্ছে, এবং তার থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, সবটাই দেখানো হয়েছে।
অন্যদিকে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকেও দেখানো হয়েছে নারী পাচারের প্লট। মিতুল আর ইন্দ্রর মেয়ে গুগলিকে কিডন্যাপ করেছে তারা। মিতুল চেষ্টা করে তার মেয়েকে ফিরিয়ে আনার। একজন সাধারণ ইয়াং জেনারেশনের গৃহবধূ হয়ে কিভাবে উদ্ধার করছে কিডন্যাপার দের কবল থেকে সেটাই দেখানো হচ্ছে।
এরপরই আসা যাক, ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ এর কথায়। এই ধারাবাহিকেও দেখানো হয়েছে, নারী পাচার। নারী পাচারের লোকেরা লক্ষী কাকিমার স্বামীকেও কিডন্যাপ করে রেখে দেয়। শুধু তাই নয়, তার মেয়েকেও কিডন্যাপ করে। আর এর পিছনে জড়িত স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ।
সবশেষে বলা যায়, এই তিন ধারাবাহিকের প্লট এক হলেও, অনেক কিছুই শেখার আছে। প্রথমত, কে বা কারা কিডন্যাপ করছে, কারা এর সাথে জড়িত থাকতে পারে, এর থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, সবটাই। তাই ধারাবাহিক মানেই যে শুধু পরকীয়া তা কিন্তু নয়, সমাজের কালো দিক গুলোকে তুলে ধরে, মানুষকে সতর্ক করার বার্তা দেয় বাংলা ধারাবাহিক।