টলিউডের অনেক অভিনেত্রী রয়েছেন, যারা টলিউডে বড় পর্দায় কাজ করতে আসে, কিন্তু তারা কাজ পান ছোটো পর্দায়। অনেকেই আসেন নায়িকা হতে, অনেকের নায়িকা হওয়ার ভাগ্য কাজ করে, তাই তারা নায়িকা হয়। কিন্তু একটা ধারাবাহিকে অভিনয় করেই তাদের নায়িকা হওয়ার পথচলা শেষ হয়ে যায়, একেবারে নেমে আসেন পার্শ্ব চরিত্রে।
তেমনই এক অভিনেত্রী হলেন এমিলা সাধুখাঁ (Aemila Sadhukhan)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাধা’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল পথচলা। একেবারে মুখ্য চরিত্রে ছিল অভিনেত্রীর স্থান। কিন্তু তারপর আর তাঁর মুখ্য চরিত্রে দেখা মেলেনি । কিছুদিন আগে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে সমরেশের বোন ‘কলি’ চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তিনি কেন নেই মুখ্য চরিত্রে।
অভিনেত্রী জানান, ‘আমার প্রথম চরিত্র ছিল রাধা। আমি ছোটো থেকেই একটু স্বাস্থ্যবান ছিলাম। আর এই চরিত্রের জন্য, আমাকে ওজন বাড়াতে বলা হয়। তাই সবসময় ভালো ভালো খাবার খেতে বলা হয়, যাতে ওজন বাড়ে। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে আমাকে দেখে আমার খুব আনন্দ হয়। অনেক মুহূর্ত জড়িয়ে আছে। কিন্তু ধারাবাহিকটি শেষ হওয়ার পর আমার খুব মনখারাপ ছিল, কারণ এরপর আমাকে ওজন কমাতে হবে নাহলে চরিত্র পাব না’।
আর তাই তিনি ৬ মাসে ১৪ কেজি ওজন কমিয়েছেন, শুধুই সেদ্ধ খাবার খান। কিন্তু তাও কেন পাচ্ছেন না মুখ্য চরিত্রে সুযোগ। অভিনেত্রী বলেন, ‘টলিউডে কাজ পাওয়া নির্ভর করে, একটা ভাগ্যের উপর আর একটা নির্ভর করে যারা কাজ দেয় তাদের উপর। আমি ইন্ডাস্ট্রিকে যতটা ভালোবেসেছি, ইন্ডাস্ট্রি আমাকে ততটা ভালোবাসেনি। জানিনা আমার কি ভুল ছিল। তবে আমি আমার হাল ছাড়ব না। চেষ্টা চালিয়ে যাব। নিজেকে অভিনেত্রী হিসেবে এক নম্বরে দেখতে চায় নিজেকে’।
অভিনেত্রী খুব নরম এবং ইমোশনাল মানুষ। জীবনে অনেক স্ট্রাগল গেছে। ২০২০ সালে প্রেমিক অমিতকে তিনি বিয়ে করেন। খুব সুন্দর ভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়। কিন্তু তার সাথে বিচ্ছেদ ঘটে। গত ১.৫ বছর ধরে তিনি আলাদা থাকেন। আর এই কারণেই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। আবার ফিরে আসেন ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মাধ্যমে।