স্টার জলসার (Star Jalsha) পর্দায় সবেমাত্র শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। ধারাবাহিকটির নতুন প্রোমো ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকেই একটা ট্রোল হতে শুরু করে। বিশেষত ধারাবাহিকের নায়কের লুক দেখে, কারণ অভিনেতা নীল ভট্টাচার্যের এমন লুক কেউ কখনো দেখেননি। চুলে স্পাইক, রাউন্ড ফ্রেমের চশমা পড়া ইংরেজি স্কুলের শিক্ষককে কেউ কখনো দেখেননি।
তাই এত ট্রোল। শুরুতে যখন ট্রোল হয়েছে, মাঝেও ট্রোল হবে এটা জানা কথা। আর ঠিক তাইই হল। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল, স্কুলের ছাত্রের হাতে বন্দুক। আর সেই বন্দুকধারী কে উচিত শিক্ষা দিতে ইন্দিরা ম্যাডাম একটা ছড়া বলতে বলতে তার কাছে এগিয়ে যায়। এরপর ঠাস করে চর কষায়। এ হেন দৃশ্য দেখে, বিশেষত একজন ছাত্রের হাতে বন্দুক দেখে সকলেই ক্ষুব্ধ।
তাই এক নেটিজেন বলছেন, ‘কোন স্কুলে স্টুডেন্ট রিভালভার নিয়ে যায়! পরিচালক এবং পুরো ইউনিট একটু বলুন দেখি। ধারাবাহিকের নামে এই সব কুশিক্ষা দিচ্ছেন আপনারা!’ আর এক নেটিজেন বলছেন, ‘স্কুল ছাত্ররা বন্দুক চালাচ্ছে সেটা শিক্ষকেরা সাপোর্ট করছে। তাও অন্য একজন শিক্ষককে শায়েস্তা করার জন্য। এরকমটা না দেখালেও চলতো’।
এই ট্রোল প্রথম নয়, এর আগেও ট্রোল হতে দেখা গেছে। আগের এপিসোডেই দেখা গেছে, স্কুলের কেমিস্ট্রি ল্যাবে আগুন লেগে যায়। আর সেই আগুন নেভাতে সালফিউরিক অ্যাসিড এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে জল তৈরি করে, সেই আগুন নেভায়। এই ঘটনাতেও বেশ ট্রোল হতে দেখা যায়।
এক নেটনাগরিক তাই লিখেছেন, ‘#StarJalsha সিরিয়াল গুলোর স্ক্রিপ্ট লেখার সময়ে কি ব্রেন নামক বস্তুটিকে H2SO4 একবার চুবিয়ে নিয়ে তারপর লেখেন? নাহলে এত কাল্পনিক আইডিয়া আসে কোথা থেকে! সায়েন্স এর বিষয়ে knowledge না থাকলে সায়েন্স নিয়ে স্ক্রিপ্ট লিখে লোক হাসাবেন না’।
আর এক নেটিজেন লিখেছেন, ‘মানছি যে নায়িকাকে সর্বগুনসম্পর্ণা দেখাতেই হবে কিন্তু তাই বলে বায়োলজি পরে ফিজিক্স এর কামাল দেখাবে নাকি, এত নাকি নামী দামী স্কুল তা সেখানে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থাই নেই, এতবড়ো স্কুল অথচ আগুন নেভানোর জন্য জল নেই, এত নাম করা স্কুলে ডিটারজেন্ট কি করছে , না মানে এখানে তো টয়লেট, বাথরুম, মেঝে এগুলো সব হারপিক আর নাইজল দিয়েই পরিষ্কার করার কথা তাইনা। তার বদলে ডিটারজেন্ট, ছি ছি মান সন্মান কিছু আর রাখলো না’।