আজ বৃহস্পতিবার। প্রতিটি সিরিয়াল প্রেমীদের জন্য আজ টিআরপির দিন। টিআরপি বর্তমানে বিপুল পরিমানে প্রাধান্য পায়। তাই সিরিয়ালের মেয়াদ তার উপরেই নির্ভরশীল। জী বাংলা (Zee Bangla) ও স্টার জলসা (Star Jalsha) বাংলা বিনোদনের জনপ্রিয় দুই চ্যানেল। এই দুই চ্যানেলে সর্বদাই এক রেষারেষি লেগে থাকে। টিআরপি তালিকায় (TRP List) তার ছাপ স্পষ্ট থাকে। তালিকায় উপরের দিকে কে থাকবে বা প্রথম স্থানে কে থাকছে সেই নিয়ে একটা টানটান উত্তেজনা তৈরী হয় দর্শক মাঝে।
গত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকায় সেরার স্থান দখল করে আছে জগদ্ধাত্রী। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি। নতুন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। আর সাথে সবার পছন্দের কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী রূপসা। কৌশিকী চরিত্রে তার অভিনয় এক অন্যরকম ছাপ ফেলেছে দর্শকের মধ্যে।
এই সপ্তাহের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। অনুরাগের ছোঁয়া তালিকায় দ্বিতীয় স্থানে আছে ,বর্তমানে এই ধারাবাহিকেও চলছে টানটান উত্তেজনা। কবে আবার সূর্য দীপার মিল হবে সেই আশায় দর্শক অপেক্ষা করে আছেন। পঞ্চমী অনেকটা পিছিয়ে গেছে। গৌরী এলো আবার অনেকটা উপরের দিকে উঠে এসেছে। প্রথম সপ্তাহে রাঙা বউ সেরা ১০ এর তালিকায় জায়গা করে নিয়েছে। রইল সম্পূর্ণ তালিকা।
সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
প্রথম- জগদ্ধাত্রী (৮.৯)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৮.৪)
তৃতীয়- গৌরী এলো (৮.১)
চতুর্থ- খেলনা বাড়ি (৮.০)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
বাংলা মিডিয়াম (৭.৫)
পঞ্চমী (৭.৪)
গাঁটছড়া / আলতা ফড়িং (৭.২)
মিঠাই / রাঙা বউ (৬.৯)
সাহেবের চিঠি (৬.৪)
ধারাবাহিকের পাশাপাশি বিনোদনের চ্যানেল গুলিতে কয়েকটি নন ফিকশন শো আয়োজিত হয়ে থাকে। এই সপ্তাহে সেই নন ফিকশন শো গুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে জী বাংলার দিদি নং ওয়ান (সানডে স্পেশাল) এপিসোড। পেয়েছে ৫.০ পয়েন্ট। তারপর জী বাংলার গানের শো সা রে গা মা পা পেয়েছে ৪.৬ পয়েন্ট। এরপর স্টার জলসার নাচের শো ডান্স ডান্স জুনিয়র পেয়েছে ৩.৬ পয়েন্ট। আর জী বাংলার রান্নাঘর পেয়েছে ১.০ পয়েন্ট।