‘ধূলোকনা’র পর TRP থাকতেও এবার বিদায়ের পালা ‘গাঁটছড়া’র, রইল দিনক্ষণ!

অনেক সময় ধারাবাহিকের শেষের জন্য ধারাবাহিকের টিআরপি কোনো কাজে লাগে না, ধারাবাহিকের গল্প শেষ, তাই ধারাবাহিক শেষ। কিন্তু আবার অনেক সময় দেখা যায়, ধারাবাহিকের টিআরপি

Saranna

gaatchora ending soon for upcoming serials

অনেক সময় ধারাবাহিকের শেষের জন্য ধারাবাহিকের টিআরপি কোনো কাজে লাগে না, ধারাবাহিকের গল্প শেষ, তাই ধারাবাহিক শেষ। কিন্তু আবার অনেক সময় দেখা যায়, ধারাবাহিকের টিআরপি নেই তাই শেষ হয়ে যায় ধারাবাহিক। কিন্তু স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচার  হওয়া ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকের টিআরপি আছে বেশি, কিন্তু তা সত্ত্বেও শেষ হচ্ছে এই ধারাবাহিক। 

সকলেরই পছন্দের এই ধারাবাহিক। শুধু ধারাবাহিক নয়, ধারাবাহিকের সমস্ত চরিত্রই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ঋদ্ধি আর খড়ি মুখ্য ভূমিকায় থাকলেও, তাদের আশেপাশের সমস্ত চরিত্র, রাহুল-দ্যুতি এবং বনি-কুণালকেও সকলেরই বেশ পছন্দের। শুধু এই জুটি নয়, সিংহরায় পরিবারের সকলকেই দর্শকদের পছন্দের। তাদের সুখে তারা সুখী, আর দুঃখে তারা দুঃখী। 

gaatchora

ধারাবাহিকের টিআরপি প্রথম থেকেই বেশ সফল। কিন্তু বর্তমানে ধারাবাহিকের টিআরপি প্রথম দুই-তিনে নেই। একেবারে সপ্তম কি অষ্টমে। সম্প্রতি যে টিআরপি তালিকা প্রকাশ পেয়েছে, তাতে দেখা গেছে টিআরপির স্থান সেই অষ্টমে। তাই আর শেষ রক্ষা হল না। অতি শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিকের পথচলা। 

কারণ স্টার জলসায় দেখা গেছে নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও। প্রকাশ্যে এসেছে কৌশিক রায়-তৃণা সাহা এবং ইন্দ্রাশিস রায় অভিনীত ‘বালিঝড়’ এর প্রোমো ভিডিও। এই ধারাবাহিককে প্রাইম স্লটেই অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা দিতে চাইবে। তাই এর মাঝেই পড়ছে গাঁটছড়া ধারাবাহিক। তাই সম্ভাবনা রয়েছে শেষ হওয়ার। 

gaatchora ending soon

অন্যদিকে আরও একটি ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এর প্রোমো ভিডিও প্রকাশ পেয়েছে। আর তাই এটা কোন স্লটে দেখা মিলবে সেটাও দেখার। অন্যদিকে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সাধক রামপ্রসাদকে নিয়ে আসতে চলেছে  একটি  নতুন ধারাবাহিক। আর এই সব ধারাবাহিক প্রাইম স্লটেই দেখা মিলবে। গাঁটছড়ার নির্মাতার থেকে কোনো খবর পাওয়া যায়নি। দেখা যাক কি হয়, হতে পারে ধারাবাহিকের সময় বদল হবে, আবার এও হতে পারে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে।

× close ad