সম্প্রতি, স্টার জলসার পর্দায় এক নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে। খুব শীঘ্রই পর্দায় আবারও এক ভক্তিমূলক সিরিয়াল আসছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। আর এই ধারাবাহিকের হাত ধরেই আবার একবার পর্দায় ফিরবেন পর্দার জনপ্রিয় বামাক্ষ্যাপা, অর্থাৎ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ‘মহাপীঠ তারাপীঠ’ তার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। এই চরিত্রে তিনি নিজের সবটুকু উজাড় করে দিয়ে যেন কাজ করেছিলেন।
তবে এটাতো ছিল অভিনেতার পর্দার জীবন। পর্দার এপারে যে তার জীবনের ছন্দ কেটেছে প্রিয় মানুষকে হারিয়ে। প্রায় দেড় মাস আগেই নিজের খুব কাছের মানুষ ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন অভিনেতা। অনেক চেষ্টা করেও ভাগ্যের সাথে লড়াই করতে পারেননি তারা। মাত্র ২৪ বছর বয়সেই প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।
অভিনেত্রী মারা যাওয়ার পর থেকে নিজেকে একপ্রকার সব কিছু থেকে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমের সাথে যোগাযোগ করেছেন বিচ্ছিন্ন। তবে জীবন যে কারুর জন্যই থেমে থাকে না। সময়ের সাথে এগিয়ে চলাই জীবনের অপর নাম। তাই অভিনেতাও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে চলেছেন। তিনি আবার অভিনয়ে ফিরেছেন।
তার অনুরাগীরা বেশ খুশিই হয়েছেন তাকে আবার নতুন ভাবে অভিনয়ে ফিরে পেয়ে। তবে এই ধারাবাহিকে চরিত্রের স্বার্থে অভিনেতাকে করতে হয়েছে চেহারার পরিবর্তন। তাকে এভাবে দেখা যায়নি অনেকদিন। মুখভর্তি দাড়ি,গোঁফ কামিয়ে সব্যসাচী ফিরেছেন একেবারে ক্লিন সেভে। তার এই রূপ দেখে এক কথায় মুগ্ধ দর্শক। প্রোমোটি প্রকাশ পাওয়ার পর অভিনেত সেই প্রোমো ভিডিওটি পাঠান ঐন্দ্রিলার মাকে।
আর সেই প্রমো পাঠানোর পরেই ঐন্দ্রিলার মায়ের কাছে আক্ষেপ করে সব্যসাচী নাকি বলেছেন ‘কাকিমা আমি তো কথা রাখতে পারলাম না’। কিন্তু কেন এমন বলেছেন অভিনেতা? আসলে এক সংবাদ মাধ্যমে অভিনেত্রীর মা জানিয়েছেন, ঐন্দ্রিলা সাব্যসাচীকে মুখ ভর্তি দাঁড়ি, গোঁফ এভাবেই দেখতে পছন্দ করতেন। অভিনেতার এইরকম লুকই ছিল অভিনেত্রীর প্রিয়।
অভিনেত্রী মা আরও বলেন, ঐন্দ্রিলা যদি এভাবে সব্যসাচীকে দেখত তাহলে নাকি চিবিয়ে খেত। অভিনেতাও নিজের দাঁড়ি গোঁফ কমানোর সময় নাকি এমনটাই মনে মনে ভাবছিলেন বারংবার। তাই তো তিনি এভাবে আক্কেপ করে জানিয়েছেন, তিনি কথা রাখতে পারেননি।