রানাঘাটের রানু মণ্ডল এখন অতীত, চারিদিকে শুধুই বাদাম কাকুর গান শোনা যাচ্ছে। একটি ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানেই’ রাতারাতি ভাইরাল হয়ে পড়েন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। একের পর গান বেঁধে ভাইরাল হয়ে পড়ছেন তিনি। আর তাই বাদাম বিক্রি যেটা তার পেশা ছিল সেটাই ভুলতে বসেছেন তিনি। তার কথায়, তিনি এখন একজন সেলেব্রিটি, বাদাম বেচা তাকে আর শোভা পায় না। আর তাই তিনি বাদাম বিক্রি ছেড়ে একের পর এক গান বেঁধে চলেছেন।
সম্প্রতি তিনি আবারো একটি গান বেঁধেছেন, যে গানের টুকরো অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিও দেখে দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন সাথে চরম ট্রোলেরও শিকার হয়েছেন ভুবন বাদ্যকর। তার এবারের গান ‘বাদাম নেবে বুবু, হাবুডুবু ডুবু!’ (Badam Nebe Bubu)। তার এইরকম গান শুনে শ্রোতারা মন্তব্য করেছেন, এই গানের ভাষার কোনো মাথামুন্ড নেই, কেউ কেউ তাকে রানু মন্ডলের পরবর্তী ভার্সন বলেছেন।
‘কাঁচা বাদাম’ গানটি দেশে বিদেশে সর্বত্র নিজের ছাপ ফেলেছে। ইনস্টাগ্রাম জুড়ে ‘কাঁচা বাদাম’ গানের রিল ভিডিয়োয় ছড়াছড়ি। এই গান সর্বত্র ভাইরাল হয়ে পড়ার পর এই গানের লিরিক্স বীরভূমের একটি মাসিক সংস্থা ৩ লক্ষ টাকা দিয়ে কিনে নেন। এতো গুলো টাকা একসাথে পেয়ে ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) একটি গাড়িও কেনেন। কিন্তু গাড়ি চালাতে গিয়ে কিছুদিন আগেই তিনি দুর্ঘটনা ঘটিয়ে হসপিটালে ভর্তি ছিলেন।
গাড়ি নিয়েও তিনি ‘আমার নতুন গাড়ি’! নামক গান বানিয়েছিলেন। সেই গানটিও ভাইরাল হয়ে পড়ে। ভুবন বাদ্যকর একের পর গান বানিয়ে ট্রেন্ডে থাকার কারণে, সে এখন রীতিমতো সেলেব্রিটি। নামিদামি পাবে তাকে গান গাইতে শোনা গেছে, এছাড়াও তারকাদের অনুষ্ঠানেও তাকে গান গাইতে দেখা গেছে, দাদাগিরির মঞ্চেও হাজির হয়েছিলেন তিনি ‘কাঁচা বাদাম’ গান নিয়ে।