সুরের জগতের কিং মিকা সিং (Mika Singh)। যার গানে মেতে থাকেন ছোট থেকে বড়ো সকলেই। মিকা সিং গানের জগতে আছেন প্রায় অনেক বছর। ১৯৯৮ সালে একটি এলবামের মধ্যে দিয়ে গায়কের যাত্রা শুরু হয়েছিল। মিকা সিং এর পরিবারে তারা ছয় ভাইবোন। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ পুত্র তিনি। ১৯৭৭ সালের ১০ ই জুন গায়কের জন্ম হয়। বর্তমানে গায়কের বয়স চল্লিশোর্ধ। এখনো গায়ক অবিবাহিত।
বিয়ের জন্য উপযুক্ত পাত্রী পেতে তাই এবার গায়ক হাজির হতে চলেছেন স্বয়ংবর সভায়। ষ্টার ভারত চ্যানেলের পক্ষ থেকে আয়োজন হতে চলেছে এক নতুন ও অভিনব রিয়্যালিটি শো ‘স্বয়ম্বর- মিকা দি ভোহতি’ (Swayamvar- Mika Di Vohti)। যে রিয়্যালিটি শোতে হাজির হতে চলেছেন দেশ বিদেশ সর্বত্র জায়গার প্রতিযোগী পাত্রীরা। যদিও এইরূপ রিয়্যালিটি শো টেলিভিশনের পর্দায় একদম নতুন কিছু নয়।
এর আগেও টিভির পর্দায় কিছু তারকার স্বয়ংবর অনুষ্ঠান দেখা গিয়েছিলো, আর সেই রিয়্যালিটি শো গুলির মধ্যমনি হিসেবে দেখা মিলেছিল রাখি সাওয়ান্ত, শেহনাজ গিল, রাহুল মহাজনদের মতো জনপ্রিয় তারকার। শো শেষ হওয়ার পরে পরেই পর্দায় সকলের চোখের সামনে গড়ে ওঠা সম্পর্কগুলি বেশিরভাগই ভেঙে যেতে দেখা গেছে। তবে রাহুল মহাজন ও ডিম্পি গাঙ্গুলি সুখী দাম্পত্য জীবন কাটিয়েছিলেন প্রায় ৪ বছর। তবে শেষমেশ সেই সম্পর্কের ইতি ঘটেছে বর্তমানে।
জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খানের মতো চিরকুমার হয়ে থাকতে নারাজ মিকা সিং। তার কথায়, সিঙ্গল তো অনেক গাইলেন এবার একসাথে জীবনসঙ্গীকে পশে নিয়ে ডুয়েট গাইতে চান তিনি। জানা গেছে, এই রিয়্যালিটি শোতে উপস্থিত থাকার জন্য মিকা সিং (Mika Singh) ৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। শো চলাকালীন নিজের যোগ্য জীবনসঙ্গীকে বেছে নিয়ে শোতেই বাগদান পর্ব সারবেন গায়ক। তারপর বিয়ের আগে একে অপরকে ভালো করে জেনে নিয়ে তবেই বিয়ের মণ্ডপে বসবেন।
এই রিয়্যালিটি শো মিকা সিংয়ের জন্য উপযুক্ত পাত্রী জোগাড় করতে কতটা সক্ষম হবে, গায়কের মনের ইচ্ছা কতটা পূরণ হবে বা শোতে মনোনীত জয়ী পাত্রীর সাথে গায়ক বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছতে পারেন কিনা তা সময়ই বলে দেবে। তবে বেশ মজাদার হতে চলেছে এই শোটি এমনটাই মনে করছেন দর্শক। তারা অপেক্ষায় রয়েছেন এই জনপ্রিয় গায়কের জীবনসঙ্গিনীকে দেখতে পাবার।