শুরুতেই বিচ্ছেদের গল্প, তবুও টিআরপিতে নামমাত্র ফলাফল, বন্ধ হবে জি এর নতুন ধারাবাহিক!

এখন ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করেন টিআরপিই। টিআরপি তালিকায় যদি একদম প্রথমে নাম থাকে, তাহলে সেই ধারাবাহিকের ভাগ্য একেবারে বেশ উজ্জ্বল। শুধু প্রথমে নয়, এক থেকে

Saranna

because of low trp sohag jol timing might get changed

এখন ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করেন টিআরপিই। টিআরপি তালিকায় যদি একদম প্রথমে নাম থাকে, তাহলে সেই ধারাবাহিকের ভাগ্য একেবারে বেশ উজ্জ্বল। শুধু প্রথমে নয়, এক থেকে পাঁচের মধ্যে থাকলেও চলবে। কিন্তু অনেক নতুন ধারাবাহিকের তুলনায়, অনেক পুরানো ধারাবাহিক ছক্কা মারছে। আর তাই নতুন ধারাবাহিক গুলো বিফলে যাচ্ছে। যে জন্য নতুন ধারাবাহিকের আগমন, সেই আগমনের কারণকে ভুল প্রমাণিত করছে নতুন ধারাবাহিক গুলো।

আর তাই বন্ধের মুখে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে পাঁচটি নতুন ধারাবাহিক। ‘নিম ফুলের মধু’, ‘সোহাগ জল’, ‘তোমার খোলা হাওয়া’, ‘রাঙা বউ’, ‘মন দিতে চাই’। । এই পাঁচ  ধারাবাহিকের মধ্যে শুরু থেকেই ট্রোলের মুখে পড়েছে শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা অভিনীত ‘সোহাগ জল’। 

zee bangla upcoming new serial sohag jol

দর্শকদের অভিযোগ, নতুন ধারাবাহিক মানেই তাতে নতুন কিছু থাকবে। কিন্তু তা না হয়ে, সেই পরকীয়া। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী নায়ক শুভ্রর সাথে তার বৌদ্ধ বেণীর অবৈধ সম্পর্কের উপর সকলেই আঙুল তুলেছে।  শুরুতেই পরকীয়া কেন? এই বৌদি কিছুতেই নায়ক শুভ্রর সাথে নায়িকা জুঁই এর মিলন ঘটুক চান না। 

এছাড়াও, ধারাবাহিকের গল্পে নিত্যনতুন টুইস্ট আনা সত্ত্বেও টিআরপি তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই টিআরপিতে না থাকার কারণ হিসেবে দর্শকরা বলছেন, শুরুতেই পরকীয়ার জন্য, ধারাবাহিক বিমুখ হচ্ছেন দর্শকরা। স্টার জলসায় রাত ৯ টায় সম্প্রচার হওয়া ধারাবাহিক  ‘এক্কাদোক্কা’ এগিয়ে যাচ্ছে সোহাগ জলের থেকে। আর তাই মনে করা হচ্ছে বন্ধ হতে পারে এই ধারাবাহিক। 

sohag jol serial

অন্যদিকে আবার আসছে একটি নতুন ধারাবাহিক। সৈয়দ আরিফিন এবং অন্বেষা হাজরা থাকবেন মুখ্য চরিত্রে। আর তাই অনুমান করা হচ্ছে এই ৯ টার স্লটেই আগমন ঘটতে পারে নতুন ধারাবাহিক। আর আগমন ঘটা মানেই বিদায় হতে পারে ‘সোহাগ জল’। সবেমাত্র শুরু হওয়া ধারাবাহিক শেষ নাও হতে পারে এই চিন্তা ভুল। কারণ এর আগেও আমরা দেখেছি, মাত্র তিন মাস শেষ হয়ে গিয়েছিল, ‘বৌমা একঘর’, ‘মাধবীলতা’। তবে ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে।

× close ad