‘কে আপন কে পর’ ধারাবাহিকের শিশু শিল্পী কুহুকে মনে আছে? জবা আর পরমের মেয়ের চরিত্রে যে অভিনয় করেছিল। বেশ সুন্দর অভিনয়ে সে সকলের মন জয় করে নিয়েছে। এই ক্ষুদে অভিনেত্রী আর ক্ষুদে নেই, সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার এই অভিনয় গুণে, সুযোগ পাচ্ছে নিত্যনতুন ধারাবাহিকে। সম্প্রতি শোনা যাচ্ছে, এই ক্ষুদে শিল্পী পদার্পণ করতে চলেছে নতুন এক ধারাবাহিকে।
স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala o Sriman Prithviraj)। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শিশুশিল্পী তানিস্কা তিওয়ারিকে (Tanishka Tiwari)। এই খবরে খুশি অনুরাগীরা। কিছুদিন আগে তাঁকে স্টার জলসার ‘গোধূলি আলাপ’ এ দেখা গিয়েছিল। এখানেই তাকে শেষবারের মত দেখা গিয়েছিল। এরপরই এই নতুন ধারাবাহিকে অভিনয় করছেন।
এর আগে তানিস্কাকে দেখা গিয়েছিল, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, ‘ফেলনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে। এরপর দেখা মিলবে এই ধারাবাহিকে। কোন চরিত্রে, কীভাবে দেখা মিলবে সেটার জন্যই অপেক্ষা করছে অনুগামীরা। ১৯৭৩ খ্রিষ্টাব্দে তরুণ মজুমদারের মুক্তি প্রাপ্ত সিনেমা ‘শ্রীমান পৃথ্বীরাজ’ এর আদলে আসছে এই ধারাবাহিক। বিংশ শতাব্দী , সারা বাংলা যখন উত্তাল স্বদেশী আন্দোলনে।
এরই মাঝে গড়ে ওঠা দস্যিপনা ও ভালোবাসার গল্পের বুননে তৈরী হচ্ছে এই ধারাবাহিক। কমলার চরিত্রে অভিনয় করবেন অয়ন্যা চট্টোপাধ্যায় এবং পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করবেন সুকৃত সাহা। এর আগে শোনা গিয়েছিল পৃথ্বীরাজের ভূমিকায় থাকবে শন বন্দ্যোপাধ্যায়। যদিও সেই গুঞ্জন সত্যি কিনা তা জানা যায়নি। কারণ যতদূর সম্ভব অয়ন্যা এবং সুকৃত দুজনেই থাকছে ছোটোবেলার চরিত্রে।
বড় বেলার চরিত্রে দেখা যেতেই পারে শন কে। অন্যদিকে আবার শোনা গিয়েছিল ছোটো বেলার চরিত্রে দেখা মিলবে, জনপ্রিয় শিশু শিল্পী সোহম বসু রায় চৌধুরী। কিন্তু পরে জানা যায় এই ধারাবাহিকে অয়ন্যা ও সুকৃত থাকবেন। এত সব উল্লেখযোগ্য কলাকুশলীদের দেখা মিলছে, তা দেখে বোঝায় যাচ্ছে কতটা জনপ্রিয় হতে চলেছে এই কাহিনী। সবাই অপেক্ষায় রয়েছে কবে এই গল্প দেখা যাবে পর্দায়।