টলি ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য অভিনেত্রী হলেন, শোলাঙ্কি রায় (Solanki Roy)। সকলের কাছেই বেশ জনপ্রিয় তিনি। ‘গাঁটছড়া’ (Gaatchora) বললেই মনে পড়ে যে নাম, তা হল খড়ি। এই খড়ি সবার কাছে বেশ প্রশংসিত। তাঁর অভিনয়, কথাবার্তা, সবকিছুই দর্শকদের বেশ আকৃষ্ট করে। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সকলেই বেশ আগ্রহী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজের জীবনের নানা মুহুর্ত শেয়ার করেন।
সম্প্রতি নিজের জীবনের একটা মর্মান্তিক ঘটনার প্রকাশ করলেন ইনস্টাগ্রামে। পরনে রয়েছে, ছাই রঙা ক্রপ টপ আর ব্লু ডেনিম, আর রয়েছে ধূসর রঙের বুক চেরা লম্বা সোয়েটার। সেই সোয়েটারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সরু কোমড়। কিন্তু নাভির আশেপাশে দেখা যাচ্ছে দাগ। সাধারণত আমরা অভিনেত্রীদের দেখি, স্লিম ফিগার, নেই কোনো দাগ। কিন্তু অভিনেত্রীর নাভির কাছে দাগ কেন?
শুধু দাগ নয়, ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কারুর কাছে যেমন সবচেয়ে সুন্দর গয়না, তেমনই শরীরের এই দাগগুলোকে আমি ধারণ করেছি। এই দাগ আমাকে অতীতের সেই গভীর আঘাতের কথা মনে করিয়ে দেয় যার বিরুদ্ধে তীব্র লড়াই করে আমি জয় পেয়েছি। যা ঘটে তা কোনও না কোনও কারণেই ঘটে, আর তার জন্যই আমি আজ আমার মতো হতে পেরেছি’।
এই ছবি আর ক্যাপশন দেখার পর, অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, কি এমন ঘটনা? যার জন্য এমন দাগ। জানা যাচ্ছে, কলেজে পড়বার সময়, শরীরের ওই অংশ পুড়ে গিয়েছিল। অনেকেই তাই পরামর্শ দিয়েছিল, সার্জারির জন্য। কিন্তু তাতে রাজি হননি। তিনি মনে করেন, এই দাগ যুদ্ধ জয়ের প্রতীক।
View this post on Instagram
বর্তমানে আমরা দেখতে পাই, সমস্ত সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ, নাক, চোখ, মুখ , শরীরের নানান জায়গার খুঁত ঢাকতে বিকল্প পদ্ধতি ব্যবহার করেন। কিন্তু শোলাঙ্কি রায়, তার ব্যতিক্রম। তিনি সার্জারির প্রয়োজন মনে করেন না। তিনি দাগ ঢাকার জন্য মেকআপকেই যথেষ্ট বলে মনে করেন।