স্টার জলসার চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। সবসময় জনপ্রিয়তার শীর্ষে। ধারাবাহিকের এত চমক আসছে যে, এই ধারাবাহিক রয়েছে টিআরপি তালিকার একদম শীর্ষ স্থানে। সবাইকে হারিয়ে সবার শীর্ষে যে থাকবে একথা কেউই ভাবতে পারেনি। ধারাবাহিকের চমক দর্শকদের আকৃষ্ট করেছে বলেই তার ফল গিয়ে পড়েছে টিআরপিতে। নতুন ধারাবাহিকও হার মানতে বাধ্য ‘অনুরাগের ছোঁয়া’- র কাছে।
ধারাবাহিকের নায়ক-নায়িকা এখন বেজায় দূরে। দুজনের দূরত্ব যেন কমছেই না। সবাই ভেবেছিল তাদের দুই মেয়ে সোনা-রূপা মিল করাবে। কিন্তু তাও হলনা। এরপর দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগছে তাহলে কি হবে না সূর্য আর দীপার মিল? ‘কবে মিল হবে সূর্য দীপার’? তাদের মিল না হওয়ায় দর্শকরা যেন শান্তি পাচ্ছেন না।
কবে মিল হবে সূর্য আর দীপার? এ প্রসঙ্গে দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ জানান, ‘সত্যিই প্রথম কাজে এমন প্রতিক্রিয়া পেয়ে খুবই ভাল লাগছে। আমার ধারণা দুই মেয়ে সোনা-রূপাকে নিয়ে যে নাটকীয় মোড় সেটাই বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শকের কাছে। এতটা আশা করতে পারিনি। তবে এ বার কি সূর্য-দীপার সত্যি দেখা হয় না কি আবারও পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ায়, সেটা এখনও বুঝতে পারছি না।’
২০ বছর বয়সী দীপা অর্থাৎ স্বস্তিকার নায়িকা হিসেবে এটা প্রথম কাজ। দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির মেয়ে সে। দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন অভিনয়ে প্রবেশ ঘটে। কলকাতা থেকে রায়দিঘির দূরত্ব হার মানায়নি, তাঁর স্বপ্ন পূরণের পথে। সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে সে তাঁর সব স্বপ্ন পূরণ করেছে। মা-বাবারও স্বপ্ন ছিল মেয়ে যেন ভাল অভিনেত্রী হোক। আর সেই স্বপ্ন পূরণ করেছেন স্বস্তিকা।
উল্লেখ্য, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগে তিনি কাজ করেছেন আরও একটি ধারাবাহিকে। তবে সেটা ছিল পার্শ্বচরিত্র। তাঁর কেরিয়ার শুরু হয় ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিক দিয়ে। এরপরই তাঁর দেখা মেলে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মুখ্য চরিত্রের মধ্যে দিয়ে। এই ধারাবাহিক তাঁকে সফলতা এনে দিয়েছে।