এখন পুরানো ধারাবাহিকের টিআরপি যেন তলানিতে। কিছুতেই আর উপরে উঠছে না। সেই একই রয়ে যাচ্ছে। এই ঘটনায় চিন্তিত সকলেই। ধারাবাহিক নির্মাতা থেকে কলাকুশলী সকলেই এখন ভাবুক, কীভাবে টিআরপি ফিরিয়ে আনা যায়। আর তাই তো ধারাবাহিক নির্মাতারা ধারাবাহিকে আনছে টুইস্ট। কখনো দেখা যাচ্ছে নায়িকা মরে যাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে নায়িকা মরে গিয়েও বেঁচে আছে, কিন্তু তাঁর স্মৃতিভ্রম হয়েছে।
এই সব কাহিনী দেখিয়েই ধারাবাহিকে টুইস্ট আনা হচ্ছে। তার ব্যতিক্রম নয়, স্টার জলসার (Star Jalsha) এককালের জনপ্রিয়, টিআরপি তালিকায় প্রথম হওয়া ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora)। এই ধারাবাহিক একসময় টিআরপি তালিকায় সবার প্রথমে থাকত, আর এখন টিআরপি অনেক কম। বর্তমানে ধারাবাহিকে টুইস্ট আনার জন্য আবার পুরানো ঘটনার সম্মুখীন করল ইশা আর ঋদ্ধিকে।
ধারাবাহিক যারা নিয়মিত দেখেন তারা জানেন, মন্দিরে অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়ে জঙ্গলে গুন্ডাদের হাতে পড়ে ঋদ্ধি-খড়ি। এরপর থেকেই খড়ি নিখোঁজ, জানা যায় খড়ির মৃত্যু হয়েছে, ধারাবাহিক লিপ নেয়। তারপর দেখা যায়, লিপ নেওয়ার পর খড়ির মতো দেখতে একজন এসে উপস্থিত হয়েছে, যার নাম ইশা। যে সিংহ রায়দের কোম্পানি কে চ্যালেঞ্জ জানায়।
এই ইশাই যে খড়ি, তার স্মৃতি ভ্রম হয়েছে এটা দর্শকরা বুঝতে পেরেছে। তবে ঘটনা ক্রমে ইশার সাথে বিয়ে ঠিক হয় মৈনাকের, আর ঋদ্ধির সাথে তানির। কিন্তু এই বিয়েতেই ঘটে দূর্ঘটনা। ঋদ্ধি আর ইশার ক্রুজ জলে ডুবে যায়, দুজনেরই খোঁজ পাওয়া যায়নি। এর মাঝে দেখা যায়, দুজনেই জল থেকে উঠে পড়ে।
দুজনকে ছুটতে দেখা যায়। তারপরই তারা পৌঁছে যায় একটা জঙ্গলে। সেখানে গিয়েই তারা গুন্ডাদের মুখে পড়ে। গুন্ডারা ঋদ্ধি কে গুলি করতে আসে, আর সেই গুলির হাত থেকে খড়ি ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিতে আহত হয়। এ যেন সেই পুরানো ঘটনার পুনরাবৃত্তি। এরপর কি হয় সেটাই দেখার। হয়ত ইশার এবার সব কিছু মনে পড়বে। এসবের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে।