বর্তমানে যাদের আমরা বড় পর্দায় দেখি, তাদের অনেকেরই শুরুটা কিন্তু হয়েছে এই ছোটো পর্দা অর্থাৎ ধারাবাহিকের (Serial) মধ্যে দিয়েই। এই ছোটো পর্দার জনপ্রিয়তা, অভিনয় দক্ষতা আজ তাদের নিয়ে গেছে বড় পর্দায়। এই তালিকার যদি খোঁজ করা যায়, তাহলে দেখা যাবে অনেক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের নাম। তেমনই এক বিশিষ্ট অভিনেতা হলেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। যাকে এখন আর ছোটো পর্দায় দেখা যাচ্ছেনা। তবে বড় পর্দায় তিনি এখন বেশ সক্রিয়।
অভিনেতার কিন্তু শুরুটা হয়েছিল এই ছোটো পর্দা দিয়েই। ২০১০ সালে জি বাংলার ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। এরপর একে একে ‘সখী’, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন ছোটো পর্দায়। কিন্তু বর্তমানে আর দেখা যায়না ছোটো পর্দায়। তাহলে কি ভুলে গেলেন ছোটো পর্দাকে?
এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দেন, তিনি জানান, ‘যেখান থেকে আমার শুরু সেটা কী করে ভুলি? তবে অনেক সময় আমার চরিত্র পছন্দ হয় না তাই না বলে দিই, আর এই সাহস এসেছে আমার দীর্ঘ দিন টেলিভিশনে কাজ করা অভিজ্ঞতা থেকে। তবে না বলা খুব কঠিন। আমার হাতে অনেক কাজ আছে। দর্শকরা যদি চান তাহলে আরও বেশি কাজ করব ভবিষ্যতে।
আমার এটুকু বিশ্বাস আছে যদি ভাল কাজ করি সেটা সিরিয়াল হোক, কিংবা সিনেমা- সিরিজ় সব ক্ষেত্রেই দর্শক আমায় ভালোবাসবে।’ বর্তমানে সত্যিই তিনি এখন ব্যস্ত অভিনেতা। তাঁর হাতে রয়েছে অনেক কাজ। ‘শহরের উষ্ণতম দিনে’, ‘শেষ পাতা’, ‘পারিয়া’র শ্যুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। নতুন সিরিজ় ‘রক্তকরবী’।
ইতিমধ্যেই ৩ ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে নতুন সিরিজ় ‘রক্তকরবী’। অভিনেতা এখন পারিয়া ছবির জন্য বেশ প্রস্তুতি নিচ্ছেন। একেবারে সিক্স প্যাক বডিতে নিজেকে তৈরী করছেন। চরিত্রটির জন্য একেবারে কড়া ডায়েট মেনে মিষ্টি বাদ দিয়ে নিজেকে তৈরি করছেন।