একটা ধারাবাহিকে যতটা গুরুত্ব পায় নায়ক-নায়িকা। ততটাই গুরুত্ব পায় খলনায়িকা। একটা ধারাবাহিকের সফলতার পিছনে খলনায়িকার গুরুত্বও অনেকটাই বেশি। কারণ তার জন্যই ধারাবাহিকে টুইস্ট আসে। আর সেই টুইস্টেই ধারাবাহিক হয়ে ওঠে জমজমাট। টিআরপিতেও বেশ ভালো ফল করে। এই যেমন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এই ধারাবাহিকে টুইস্ট আসছে অনেকটাই খলনায়িকার জন্য।
খলনায়িকা মিশকার কীর্তির জন্যই ধারাবাহিকে একের পর এক নতুন টুইস্ট আসতে দেখা যাচ্ছে। তাই ধারাবাহিকে একজন খলনায়িকা বা খলনায়ক অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মিশকার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী অহনা দত্ত (Ahana Dutta)। ২০২১ সালে ডান্স বাংলা ডান্স এ অংশগ্রহণ করেছিলেন। ওখান থেকেই স্টার জলসা থেকে ফোন আসে তাঁর কাছে। ‘অনুরাগের ছোঁয়া’র জন্য খলনায়িকা হিসেবে অডিশন দেন। ব্যস তারপর সিলেক্ট হয়ে যান।
এটাই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক। তবে নায়িকার প্রস্তাবও আসে অনেক ধারাবাহিক থেকে, কিন্তু খলনায়িকা হিসেবেই কনফার্মড হন তিনি। এর কারণ হল, তাঁর চেহারার সঙ্গে চরিত্র মিলে গিয়েছিল এবং চ্যানেল কর্তৃপক্ষ চেয়েছিল তিনি যেন এই কাজটা করেন। তবে তিনি চেষ্টায় আছেন নায়িকা হওয়ার।
এক সাক্ষাৎকারে অহনা জানান, খলনায়িকার চরিত্রে অভিনয় করে তাঁর ভালোই লাগছে। তাঁর কথায়, নেতিবাচক চরিত্রে অভিনয় করা ভীষণই কঠিন ব্যাপার। কারণ নিজেকে বিশ্বাস করাতে হয়, তুমি যেটা নও, সেটা তোমাকে হতে হবে, আর সে জন্যই আমার মনে হয়েছে মিশকা আমার কাছে একটা ‘ক্লাস’, একটা ‘সেশন’। আমি এই চরিত্রটাতে অভিনয় করতে-করতেই অভিনয় শিখছি’।
মিশকাকে দেখে মানুষজন কি বলেন? এ প্রসঙ্গে মিশকা জানান, ‘আমি এই জানুয়ারি থেকে মাচা শো করছি, মঞ্চে উঠে যখন তাদের উদ্দেশ্যে বলি, ইচ্ছা করে মিশকাকে চড় মারতে? তখনই তারা জিজ্ঞাসা করে এত সুন্দরী তাও কেন খলনায়িকার চরিত্র করেন? এরপরই আমি উত্তর দিই, সব ভালো দেখতে মহিলা যদি নায়িকার চরিত্রে অভিনয় করেন, তাহলে খলনায়িকারা কি করবেন বলুন?’ এর পাশাপাশি এও জানান, মিশকা ভালোবাসে খুন করতে, আর অহনা ভালোবাসে অভিনয় করতে।