মনে আছে শান্ত-শিষ্ট উমাকে। সরল সাদাসিধে একটা মেয়ে, যার মনে নেই প্যাঁচ, সে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এমন স্বভাবের মেয়েকে তো সবারই ভালো লাগবে তাই না। কিন্তু এই উমাই স্টার জলসায় কালনাগিনী চিত্রা হয়ে সকলকে জ্বালা ধরাচ্ছে। সেই জ্বালায় অতীষ্ট হচ্ছে ‘পঞ্চমী’ (Panchomi), পঞ্চমী ছাড়াও অতীষ্ট হচ্ছেন পঞ্চমীর অনুরাগীরা।
জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘উমা’। উমার ইচ্ছা ছিল ভালো ক্রিকেটার হওয়া। সব বাঁধা বিপত্তি কাটিয়ে সেই ভালো ক্রিকেটার কিভাবে হবেন? তাই ছিল ধারাবাহিকের মূল বিষয়। আর এই উমার পাশে সবসময় দাঁড়িয়েছে অভিমন্যু। পরিবারের সবার উর্ধ্বে গিয়ে অভিমন্যু বাঁচিয়েছে উমাকে। এই অভিমন্যুর চরিত্রে অভিনয় করেছিলেন নীল ভট্টাচার্য। আর উমার চরিত্রে অভিনয় করেছেন, শিঞ্জিনী চক্রবর্তী (Sinjini Chakraborty)।
১৩ ই সেপ্টেম্বর ২০২১ এ শুরু হওয়া এই ধারাবাহিকের অবসান ঘটে ২৮ শে আগস্ট ২০২২। এই ধারাবাহিক শেষের পর নীল ভট্টাচার্য অভিনয় করছেন বাংলা মিডিয়াম ধারাবাহিকে। আর শিঞ্জিনী কে দেখা যাচ্ছে ‘পঞ্চমী’ ধারাবাহিকে। এতদিন আমরা সাদাসিধে সরল মেয়ের রূপে দেখে এসেছি তাকে, এবার তাকে দেখা গেল এক নেতিবাচক চরিত্রে।
‘কালনাগিনী’ চিত্রা রূপে তাঁর আর্বিভাব ঘটেছে পঞ্চমীতে। এই চরিত্র উমা চরিত্রের সম্পূর্ণ বিপরীত। উমা ধারাবাহিকের পর এরকমই একটা চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন শিঞ্জিনী। তাঁর কথায়, ‘আমি ছোটো থেকেই নাগিন ধারাবাহিক দেখতে ভালোবাসি, আমার ইচ্ছা ছিল এমন একটি চরিত্র করার। আজ সেই ইচ্ছা পূরণ হল’। তবে এই চরিত্রকে খলনায়িকা বলতে চান না তিনি, বলতে চান ধূসর চরিত্র।
কালনাগিনী চিত্রা এসে কিঞ্জল আর পঞ্চমীর জীবন তছনছ করে দেয়। কিঞ্জলের সাথে বিয়ের ব্যবস্থা হয় চিত্রার। কিঞ্জলকে চিত্রা তার চোখ দিয়ে মোহিত করে তোলে। চিত্রা পঞ্চমীর মাসির মেয়ে অর্থাৎ তার বোন। পঞ্চমীর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই তাকে আনা হয়েছে। অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। দর্শকরা বলছেন নেগেটিভ নাগিনের যেমন এক্সপ্রেশন দরকার তেমনই রয়েছে চিত্রার মধ্যে।