সকলের প্রিয় মিঠাই (Mithai) অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সকলের কাছেই সমান জনপ্রিয়। ২৪ শে ফেব্রুয়ারি এই মানুষটির জন্মদিন। সৌমিতৃষার এত ফ্যান, এত জনপ্রিয়তা তাই তাঁর জন্মদিন তো একটু স্পেশাল হবেই। কারণ শুধু যে পুরুষরাই তাঁর ফ্যান তা কিন্তু নয়, তাঁর মহিলা ফলোয়ার্সও অনেক। সোশ্যাল মিডিয়ায় একেবারে হইহই পড়ে গেছে এই মানুষটির জন্মদিনের শুভেচ্ছায়।
অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে এসেছে অনেক বছর হল, কিন্তু এবারের ২৪ শে ফেব্রুয়ারিটা তাঁর কাছে খুবই অন্যরকম। ২০১৬ সালে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এ আমার গুরুদক্ষিণা’-য় নেগেটিভ চরিত্রের অভিনয়ের মাধ্যমে শুরু হয় পথচলা। এরপর একে একে, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’-এর মতো ধারাবাহিকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন।
View this post on Instagram
এই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে করতে সুযোগ পান ‘কনে বউ’ ধারাবাহিকের প্রধান চরিত্রে। আর এই ধারাবাহিক শেষ হতেই সুযোগ পান জি বাংলার মিঠাই ধারাবাহিকে। মিঠাই ধারাবাহিকের আগে তাঁর যে জনপ্রিয়তা, তাঁর যে পরিচিতি ছিল, আজ সেই পরিচিতি, সেই জনপ্রিয়তা যেন আকাশছোঁয়া। সকলেই এক ডাকে তাঁকে চিনে নেন। আর এহেন অভিনেত্রীর জন্মদিনে আকাশছোঁয়া শুভেচ্ছা আশা করা ভুল নয়।
সম্প্রতি এক অনুরাগী সৌমিতৃষার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাথায় ওড়না বাঁধা, হাতে বাঁশি একেবারে কৃষ্ণের রূপে আর্বিভূতা। শুধু ছবি পোস্ট করেছেন তা কিন্তু নয়। পোস্টের ক্যপশনে দিয়েছেন এক সুন্দর বর্ণনা।তিনি লিখেছেন, ‘অনেক বেশিই ধার্মিক মেয়েটা। সাধারণ পরিবারের মেয়েদের মত। অথচ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এত ভক্তি সচারাচর দেখা যায় না।
View this post on Instagram
তবে সায়কদার ভিডিওতে যখন মনের মহামানবের কাছে যাবে বলেছিল তখনই বুঝে গিয়েছিলাম যে বৃন্দাবন যাবে। তোমার ভক্তি তোমায় সুখ, শান্তি ও সমৃদ্ধি দিক। সবার ভালোবাসা নিয়ে অনেক অনেক এগিয়ে যাও। তোমার মুখের হাসি যেন কখনো মলিন না হয়। শুভ জন্মদিন দিদি।’ ছুটিতে যাবার আগে অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, তিনি মিস করবেন তাঁর ঘরকে।
আসলে তিনি জন্মদিন পালন করতে এক নতুন জায়গায় পাড়ি দিচ্ছেন বলেই এমন লেখা। কিন্তু কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। এবার জানা গেল, তিনি গেছেন বৃন্দাবনে। এতদিন আমরা দেখে এসেছি, ধারাবাহিকে তিনি গোপালের ভক্ত। সবসময় জয় গোপাল ধ্বনি উচ্চারণ করেন। কিন্তু তিনি যে বাস্তবেও একজন কৃষ্ণ প্রেমী তা বোঝা গেল।