কালবোস খুনি ধরতে গিয়ে বোনের হাতে হাতকড়া! ‘জগদ্ধাত্রী’তে নতুন মোড়

জী বাংলার (Zee Bangla) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এই সিরিয়ালটি বাকি সিরিয়েল গুলির তুলনায় একটু অন্যরকম। এখানে নারীশক্তির এক অন্য রূপ

Nandini

jagaddhatri finds mehndi as a suspect in the kalbos murder

জী বাংলার (Zee Bangla) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এই সিরিয়ালটি বাকি সিরিয়েল গুলির তুলনায় একটু অন্যরকম। এখানে নারীশক্তির এক অন্য রূপ তুলে ধরা হয়েছে গল্পের মাধ্যমে। আমরা চিরকালই কোনো মহিয়সী নারীকে কিংবা কোনো মমতাময়ী একা হাতে সর্বস্ব সামলানো নারীকে মা দূর্গা বা মা জগদ্ধাত্রী নাম আহ্বান করে থাকি। কারণ তারা সবটা আগলে রাখেন।

এই গল্পেও এমনই এক নারীর গল্প দেখা যাচ্ছে। যে কিনা ঘরে লক্ষী আর বাইরে জগদ্ধাত্রী। একদিকে সে মুখার্জী বাড়ির ঘরণী। অন্যদিকে সে, সমাজে অন্যায় রুখতে একজন যোদ্ধা। ঘরে জগদ্ধাত্রী বাইরে জ্যাস সান্যাল। এই জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তবে নবাগতা হলেও অভিনেত্রী তার প্রথম ধারাবাহিকের মন জিতে নিয়েছেন দর্শকের।

jagaddhatri finds kalbos murder's new suspect

এই ধারাবাহিকে দুটি নারীকে বেশ শক্তিশালী ও প্রভাবশালী চরিত্রে দেখানো হয়েছে। একজন জগদ্ধাত্রী আর একজন কৌশিকী মুখার্জী। মুখার্জী পরিবারের বড় মেয়ে। যে নিজের প্রচেষ্টায় তাদের সংবাদপত্রকে চারিদিকে ছড়িয়ে রেখেছে। পাশাপাশি জীবনের অনেক অপ্রাপ্তিকে ঢেকে রেখে নিজের পরিবার বাঁচাতে সর্বদা সচেষ্ট। তবে বর্তমানে কৌশিকী ও জগদ্ধাত্রীর মাঝে সম্পর্কটা দুই বুদ্ধিধর নারীর বন্ধু হয়ে ওঠা।

জগদ্ধাত্রীর জীবনেও রয়েছে অনেক অপ্রাপ্তি। তবে সে সেগুলোর দিকে বিশেষ মন না দিয়ে নিজের কাজকে ভালোবেসেছে। জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জীকে নিজের দিদির আসনেই বসিয়েছে। অন্যদিকে কৌশিকী মুখার্জীও খুব স্নেহ করেন জগদ্ধাত্রীকে। সেখানে একই বাড়ির মেয়ে হলেও জগদ্ধাত্রীর বোন মেহেন্দীকে মোটেও পছন্দ বা বিশ্বাস করে উঠতে পারেননা কৌশিকী মুখার্জী।

jagaddhatri finds a new suspect in the kalbos murder

সম্প্রতি, উৎসবকে জেল থেকে ছাড়াতে রাজনাথ মুখার্জী ও বৈদেহী মুখার্জী স্বয়ম্ভুকে নিজেদের স্নেহের জালে জড়াতেও দুবার ভাবেননি। আবার তারই সাথে স্বয়ম্ভুর সমস্ত জন্মের প্রমান নিশ্চিহ্ন করে দিতে শুরু করেছে তারা। স্বয়ম্ভুর বাবা মা এর বিয়ের একমাত্র সাক্ষী কালবোসকে মারার চেষ্টা হয় আবার। আর এবারে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছে এক নতুন মাথা। আর সে হল মেহেন্দি।

জগদ্ধাত্রী খুনের কিনারা করতে গিয়ে যখন তদন্ত করছিল। সে ভাবতেই পারেনি এখানে মেহেন্দি জড়িত থাকতে পারে। তবে আর সে মেহেন্দীকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারবেনা। জগদ্ধাত্রী তদন্তের সূত্রে একটা বাংলায় লেখা চিঠি খুঁজে পায়। আর সে এটাও জানতে পেরে যায় যে মেহেন্দি বাংলা লিখতে পারে। অন্যদিকে মেহেন্দীও যে জানে জগদ্ধাত্রীই জ্যাস সেটা আবার জগদ্ধাত্রী জেনে উঠতে পারেনি এবার এটাই দেখার মেহেন্দি ধরা পরে কিনা।

× close ad