ইন্ডাস্ট্রি জগতে কারোর কেরিয়ার গড়তে অল্প দিন সময় লাগে। আবার কারোর কেরিয়ার গড়তে মাসের পর মাস, বছরের পর বছর সময় কেটে যায়। তবে যারা খুব কম সময়েই সফলতা অর্জন করে নেন। তাদের অনেকেরই ভবিষ্যৎ বেশ উজ্জ্বল হয়। এমনই এক অভিনেত্রী হলেন ঐশানী, অর্থাৎ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)। একটা ধারাবাহিকে অভিনয় করেই বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে, ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায়। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় যাত্রা শুরু হয়। কিন্তু অভিনেত্রীর উজ্জ্বলময় কেরিয়ার। কারণ এই একটা ধারাবাহিকে অভিনয় করেই সে বাজিমাত করল। ছোটো পর্দায় অভিনয় করতে করতেই ইতিমধ্যেই সে পা দিল বড়পর্দায়।
ছবির নাম ‘ঘাসজমি’ (Ghasjomi)। এই ছবি ইতিমধ্যেই জিতে নিয়েছে ৮৭ টি পুরস্কার। এই ছবিতে নেই নায়ক-নায়িকা রয়েছে দুই মেয়ের গল্প। একজনের নাম বর্ণা, সে এনথ্রোপোলজি নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণার বিষয় এক সাধারণ মধ্যবিত্র বাঙালি গৃহবধূ। অন্যদিকে ঈপ্সিতা একসময় গ্রুপ থিয়েটার করতেন, কিন্তু সংসারের চাপে সে আজ গৃহবধূ।
বর্ণার চরিত্রে অভিনয় করছেন ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। এই ছবির পরিচালক সুমন্ত্র রায়। ছবিটি মুক্তি পাবে ৫ মে। ছবির পরিচালকের কথায়, ‘এই ছবিতে নেই তারকার ভিড়। রয়েছে অনবদ্য অভিনয়, নিশ্চিত উপস্থাপনা, বলিষ্ঠ চরিত্রায়ণ এবং একটি নিটোল গল্প’। এই ছবি প্রসঙ্গে শুভস্মিতা জানান, ‘ আমার এটা মাত্র ২০ বছর বয়সের ছবি।
এটাই আমার প্রথম ছবি ‘ঘাসজমি’। শ্যুটিং হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু করোনার কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়। এই ছবি দেশ-বিদেশ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছে। সেখান থেকে এই ছবি সম্মানিত। আমি খুব আশান্বিত আমার শহর আমাকে ফেরাবে না’।তবে বড়পর্দায় ছবি করেছেন বলে ছোটো পর্দা ছেড়ে দিচ্ছেন তা কিন্তু নয়। তিনি এখন মন দিয়ে ছোটো পর্দায় অভিনয় করতে চান।