যমুনা কিংবা জুঁই যেকোনো চরিত্রে একটাই অস্ত্র ‘দাঁ’! ‘সোহাগ জল’ ঘিরে নতুন চর্চা দর্শকমহলে

প্রত্যেক ধারাবাহিকের ভালোও আছে মন্দও আছে। এই নিয়েই ধারাবাহিক। তবে ধারাবাহিকের ভালো মন্দ বিচার করেন সাধারণ দর্শক। যারা টিভির পর্দায় প্রতিদিন আগ্রহ সহকারে ধারাবাহিকের রস

Saranna

in sohag jal serial, jui's hand weapon is viral netpara

প্রত্যেক ধারাবাহিকের ভালোও আছে মন্দও আছে। এই নিয়েই ধারাবাহিক। তবে ধারাবাহিকের ভালো মন্দ বিচার করেন সাধারণ দর্শক। যারা টিভির পর্দায় প্রতিদিন আগ্রহ সহকারে ধারাবাহিকের রস আস্বাদন করেন। আর তাই তো তারা যেমন ধারাবাহিক নিয়ে মাতামাতি করতে পারে, তেমনই তারা ধারাবাহিক নিয়ে ট্রোলও করতে পারেন। তেমনই একটি ধারাবাহিককে নিয়ে ট্রোল করলেন নেটিজেনরা। 

জি বাংলার (Zee Bangla) অতি চর্চিত একটি ধারাবাহিক হল ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিক নেটিজেনদের চর্চার কেন্দ্রে থাকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে হানি বাফনা এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Mou Bhattacharya)। দুজনের জুটি দর্শকদের বেশ ভালো লাগলেও, ধারাবাহিকের কাহিনীর জন্য সোহাগ জল চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

বেনী বৌদির পরকীয়া দেখে সকলেই বেশ ক্ষুব্ধ। তবে সম্প্রতি ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে  , বেনীর সমস্ত ষড়যন্ত্র ফাঁস করছে শুভ্র – জুঁই। বেনীর সন্তানের বাবা যে শুভ্রর দাদা সৌম  একথা শুভ্র-জুঁই জেনে গেছে। আর তাই এবার ফেঁসে যাবে সৌম। সৌমকে ধরতে জুঁই আর শুভ্র বেরোয়। সৌম বেনীকে কিডন্যাপ করে নিয়ে পালায়, আর সেই সময় এসে পড়ে জুঁই-শুভ্র। 

রাস্তায় শুভ্র এবং সৌমর মধ্যে মারপিট হয়। আর এই সময় চলে আসে জুঁই। হাতে তার দা। সৌমর গলার সামনে নিয়ে গিয়ে ধরে। আর এই ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, ‘যেখানেই যাও, দা বটি নিয়ে তাড়া করবেই শ্বেতা দি। এসব গরীবের অস্ত্র যেন দিদির পিছুই ছাড়তে চায়না। ভাইরে ভাই’।
এর আগে শ্বেতা ভট্টাচার্য অভিনয় করেছেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। সেখানেও শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করতে তার হাতে উঠে এসেছে দা। যতবারই তাকে মারার চেষ্টা করতে উদ্যত হয়েছে শত্রুরা, ততবারই তাদের সামনে তুলে ধরেছেন দা। আর তাই নেটিজেনরা বলছেন সবসময় শ্বেতার হাতে দা কেন থাকে? অন্য কোনো অস্ত্র কেন থাকেনা। 

প্রসঙ্গত, সোহাগ জলের দেখা মিলেছে টিআরপি তালিকায়। অনেকটাই বেড়েছে পয়েন্ট। গত সপ্তাহে যেখানে ছিল ৪। এ সপ্তাহে সেখানে রয়েছে ৬। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে শীঘ্রই নাকি  শেষ হবে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তো বেশ ভালো দেখা যাচ্ছে । এখন দেখা যাক সোহাগ জলের ভাগ্যে কি লেখা আছে।

× close ad