ধারাবাহিকে চরিত্রের অভিনেতা বদল, নতুন ব্যাপার নয়। এই ধারাবাহিকতা সবসময়ই চলে আসছে। সম্প্রতি ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকেও তেমন বদল চোখে পড়ল। ডঃ অনির্বাণ গুহর পিসিমার চরিত্রে যিনি অভিনয় করছিলেন, সেই অভিনেত্রীকে হঠাৎ আর দেখা যাচ্ছে না। হঠাৎ কি হল? কোথায় তিনি? তিনি কি ধারাবাহিক থেকে বাদ পড়লেন?
এমনটাই ভাবছেন দর্শকরা। সেই প্রশ্নের উত্তর দেওয়া হল এই প্রতিবেদনে। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকেএ মুখ্য চরিত্ররা অর্থাৎ রাধিকা-পোখরাজ জুটিতে থাকলেও। এখানে সম্প্রতি আনা হয়েছে মোহর ধারাবাহিকের শঙ্খ স্যার অর্থাৎ অভিনেতা প্রতীক সেনকে। শঙ্খ স্যার আর মোহর জুটিকে সবাই-ই চেনেন। এই ধারাবাহিকে সোনামনি অভিনয় করছেন রাধিকার চরিত্রে, আর প্রতীক অভিনয় করছেন ডঃ অনির্বাণ গুহর চরিত্রে।
আর ডঃ অনির্বাণ গুহর পিসির চরিত্রে অভিনয় করছিলেন, টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় (Subhadra Mukherjee)। তবে হঠাৎ করেই তাকে বদলে দেওয়া হয়। হঠাৎ কেন বাদ পড়লেন তিনি? এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আমার বাবা ৬ তারিখ গত হয়েছেন। বাবা ছিলেন শিক্ষাগুরু এবং বন্ধু। তিনি অভিনেতা এবং পরিচালক। আমার বাবার নাম শান্তিগোপাল মুখোপাধ্যায়। বাবার পেলভিক বোন ভেঙে গিয়েছিল, তাই বাবা কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
আমি হাসপাতালে বাবার চিকিৎসা করাতে করাতে ‘এক্কা দোক্কা’রও শুটিং করেছি। বাড়িতে ফেরার পর তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আমার বাবা ৬ মার্চ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ওইদিনই বিকেল ৪ টেয় শ্বশুরমশাই গত হয়েছেন।’ আর এই কারণেই তিনি বাদ পড়েছেন। বাবাকে হারিয়ে অভিনয় থেকে বিরতি নিতে চেয়েছিলেন।
কারণ হিসেবে জানিয়েছেন, সনাতন ধর্মমতে বিবাহিত কন্যারা বাবার কাজ ৩ দিনে করেন। আর তাই সেই সময়টুকু চেয়েছিলেন তিনি। আসলে বাবা-ই তাঁর সব ছিলেন। এই কারণেই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আর তাই অশৌচ শরীরে মেকআপ করে অভিনয় করা অমানবিক। কিন্তু তাকে সেই সময়টুকু দেওয়া হয়না। আর তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় অনুশ্রীকে।