জী বাংলার (Zee Bangla) বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। এই সিরিয়ালের গল্প একদিকে যেমন দর্শককে উত্তেজিত করে তোলে আবার অন্যদিকে কিছু সময় দর্শককে আনন্দও দিয়ে থাকে। সব কিছুর মধ্যে দিয়েই চলছে এই ধারাবাহিক। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল চোখে পরে এই সিরিয়ালের। এই সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি।
সৃজন, পর্ণা আর কৃষ্ণা এই তিনটি চরিত্রকে ঘিরে মূলত গড়ে উঠেছে এই ধারাবাহিকের গল্প। কৃষ্ণা কোনোভাবেই পর্ণাকে নিজের বৌমা হিসাবে মেনে নিতে পারেননা। পর্ণা বর্তমান সমাজের মেয়ে। সে শিক্ষিতা, অন্যায়টা দেখে সে মুখ বুঝে সহ্য করতে পারেনা আর তাই পর্ণাকে সৃজনের মায়ের ভারি অপছন্দ। তিনি খালি মনে করেন পর্ণা তার ছেলেকে তার থেকে আলাদা করে দেবে।
যদিও সৃজনের মায়ের এই ব্যবহার নেটপাড়ায় বেশ সমালোচিত। নানান রকম মন্তব্যের শিকার হয়ে থাকে ধারাবাহিকের এই কৃষ্ণা চরিত্রটি। আজকের সমাজে দাঁড়িয়ে এইগুলো মেনে নেওয়া খুব কঠিন। তবে একেবারেই যে এই ঘটনা গুলি বিরল তাও বলা চলেনা। আমাদের প্রত্যেকের বাড়িতে বা আশেপাশে খুঁজলেই এমন একটা চরিত্র ঠিক চোখে পড়বেই।
এতদিন সৃজনের মায়ের ছেলেকে নিয়ে অতিরিক্ত ভাবনা যদিও বা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল। এবার তা একেবারে মাত্রা ছাড়িয়েছে। আজ মা নিজের কীর্তির কারণে নিজের ছেলের কাছেই দোষীর কাঠগোড়ায় দাঁড়িয়েছে। পর্ণা অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যেতেই ছেলের মনে বৌমার প্রতি ঘৃণা ধরাতে একেবারে নকল বিয়ের ছবি সাজিয়ে ফেললেন বৌমার।
আর সৃজনও সেটা খু সহজেই বিশ্বাস করে নিল। তাই পর্ণা যখন দেখলো সৃজন তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে উঠতে পারেনি এখনও পর্যন্ত তখন সে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ছাড়ার। তবে সৃজন তার ভুলটা কিছুটা হলেও বুঝেছে। সে পর্ণাকে তাই বারংবার বাঁধা দিয়ে চলেছে যাতে পর্ণা বাড়ি ছেড়ে না যায়। তবে সৃজনকে শাস্তি দেওয়াটা দরকার আর তাই পর্ণা বাড়ি না ছাড়লেও ঘর ছেড়েছে।