বর্তমান দিনে ধারাবাহিকে একটা জিনিস লক্ষ্য করা যায়, ধারাবাহিকের কাহিনী যেটা দিয়ে শুরু হচ্ছে, সেটা আর পরবর্তীতে দেখা যায়না। অন্যরকম হয়ে যায়। নায়ক-নায়িকার জীবনে যখনই তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়, সেই তৃতীয় ব্যক্তিই হয়ে যায় প্রধান ব্যক্তি। ধারাবাহিকের কাহিনী তখন বদলে যায়। একের বেশি নায়ক বা নায়িকার প্রাধান্য লক্ষ্য করা যায়। এমনটা অনেক ধারাবাহিকেই লক্ষ্য করা যায়।
যদি দেখা যায়, ‘আলতা ফড়িং’। তাহলে দেখা যাবে, সেখানেও এই উপমা বেশ কার্যকর। আবার যদি দেখা যায় ‘ এক্কাদোক্কা’ ধারাবাহিক, সেখানেও এই উপমা খাটে। তবে এই তালিকায় আরও এক ধারাবাহিকের নাম স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ (Balijhor)। ধারাবাহিকটি সবেমাত্র শুরু হয়েছে। কাহিনীটা প্রথম দিকে ত্রিকোণ প্রেম দিয়ে শুরু হলেও, বর্তমানে কিন্তু চারকোণ প্রেমের আকার নিচ্ছে।
ধারাবাহিকের মূল কাহিনী যদি দেখা যায়, তাহলে দেখা যাবে, ঝোড়া -মহার্ঘ্য-স্রোত। এই তিনজনের প্রেমের কাহিনীর বুননে তৈরি। ঝোড়ার বাবা মহার্ঘ্যর সাথে বিয়ে ঠিক করে ঝোড়ার। কিন্তু ঝোড়া ভালোবাসে স্রোতকে। ঝোড়া মন্ত্রীর মেয়ে হলেও, সে কিন্তু সরল, সাদামাটা জীবন পছন্দ করে। আর তার পছন্দের সাথে মিলে গেছে স্রোতের জীবন। তাই স্রোতকেই তার পছন্দ। ঝোড়ার বাবা সব জেনেও জোর করে মেয়ের বিয়ে দেয় মহার্ঘ্যর সাথে।
কিন্তু ঝোড়া মহার্ঘ্যকে কিছুতেই মানতে পারেনা। মহার্ঘ্য কথা দিয়েছে ডিভোর্স দেবে। তবে এসবের মাঝে চলে এল ধারাবাহিকের নতুন খবর। শোনা যাচ্ছে , মহার্ঘ্যর জীবনে আসতে চলেছে নতুন নায়িকা। কোন নায়িকা? ‘এক্কা দোক্কা’ বুবলু ওরফে অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি (Ipshita Mukherjee)। অভিনেত্রী থাকছেন কমলিকার চরিত্রে। এমনটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত।
জানা যাচ্ছে, এই কমলিকা ভালোবাসে মহার্ঘ্যকে। মহার্ঘ্যর বাবার কাছেই সে মানুষ হয়েছে। এই কমলিকা চরিত্রের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই দেখা মিলবে। উল্লেখ্য, ইপ্সিতা মুখোপাধ্যায় এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘কেয়া পাতার নৌকা’, ‘সুবর্ণলতা’, ‘চোখের তারা তুই’, ‘আলোছায়া’, ‘ধুলোকণা’ সহ প্রভৃতি ধারাবাহিকে।