১৭ বছরের কেরিয়ারে ইতি! অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অম্বরীশ ভট্টাচার্য

ছোটোপর্দার জনপ্রিয় অভিনেতা হলেন, অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। অম্বরীশ সকলের কাছেই বেশ জনপ্রিয়। তাঁর অভিনয়, মৃদু হাসি, সবটাই মুগ্ধ করেছে বাংলার দর্শকদের। কখনো তাঁকে দেখা

Saranna

ambarish bhattacharya opens up about his acting carrier and wishes to retire from acting

ছোটোপর্দার জনপ্রিয় অভিনেতা হলেন, অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। অম্বরীশ সকলের কাছেই বেশ জনপ্রিয়। তাঁর অভিনয়, মৃদু হাসি, সবটাই মুগ্ধ করেছে বাংলার দর্শকদের। কখনো তাঁকে দেখা গিয়েছে, খড়কুটোর পটকা চরিত্রে আবার কখনো দেখা গেছে, প্রসেনজিতের ‘কাবেবী অন্তর্ধান রহস্য’-তে। ছোটো থেকে বড় সবেতেই তিনি জড়িয়ে। কিন্তু এই জনপ্রিয় অভিনেতা ১৭ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কেন?

১৯৯৯-২০০৬ সাল পর্যন্ত কাটিয়েছেন বোহেমিয়ান জীবন। তারপর জীবনে এল সেই সুবর্ণ সুযোগ, ২০০৭ সালে রাজা এবং গজা (Raja Goja) ধারাবাহিকে তাঁর আগমন তাঁর কেরিয়ারের চূড়ান্ত সাফল্য। এই ধারাবাহিক, তাঁকে আজ জনপ্রিয় বানিয়েছে। হয়ত মুখ্য ভূমিকায় দেখা মেলেনা, পার্শ্ব চরিত্রেই দেখা মেলে। আর তিনি এতেই খুশি। তাই জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই। তিনি অল্পতেই খুশি। যদিও ধারাবাহিক করার আগে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, সেটা হল, নাটক- থিয়েটারের মঞ্চ। 

ambarish bhattacharya in raja gaja

বরাবরই নিজের ইচ্ছামতো জীবন-যাপন করেছেন। বিয়ে-সংসার না করেই মনোনিবেশ করেছেন অভিনয় জীবনে। তবে কখনো বাড়ি থেকে চাকরির জন্য কোনো চাপ দেওয়া হয়নি। আর সেই সময় করে গেছেন নাটক, থিয়েটার। আর তাই তাঁর ইচ্ছে করে সেই জীবনে ফিরে যেতে, যে জীবনে নিজের ইচ্ছা মতো বাঁচা যায়। 

আর তাই তিনি অবসর নেবেন। আগের মত বোহেমিয়ান জীবন কাটাবেন। মানুষ দেখবেন। কারণ তিনি অভিনয় জীবন থেকে যতটা না শিখেছেন , ততটা শিখেছেন মানুষ দেখে, মানুষের সাথে মিশে। ইন্ডাস্ট্রির চক্রব্যূহে ঢুকে গেলে সেটা খুব কম উপলব্ধি করা যায়। আর তাই তিনি খুব,‘ওভারইউজড’ হয়ে গেছেন। দর্শক হিসেবে নিজেকে যখন দেখেন, তখন আর দেখতে ভালো লাগেনা। 

ambarish bhattacharya

এর কারণ হিসেবে জানান, ‘গত ১৭ বছরের টেলিভিশন জীবনে ধারাবাহিক, বিজ্ঞাপন, এখানে সেখানে সর্বত্রই এক মুখ, মানুষেরও ভালো লাগার কথা নয়। কেন যে মানুষ এখনও আমাকে সহ্য করে আমি নিজেও জানিনা। আমার আর নিজেকে দেখতে ইচ্ছা করেনা। তাই এবার মনে হয়, সাময়িক অবসর নেওয়ার সময় এসেছে। আমি আবার অবসর নিয়ে আগের জীবনে ফিরে যেতে চাই’। 

এর পাশাপাশি তিনি বলেন, ‘জানিনা কবে বেরোতে পারব এই জীবন থেকে? আদৌও বেরোতে পারব কিনা। তবে মাঝে মাঝেই ইচ্ছা করে। আসলে একটা কাজ শেষ হলে আর একটা কাজ এসে ঢুকে পড়ে। আর তখন একটা কাজ করার লোভ থাকে, তাই সেটা না করা যায়না । তবে এমন যদি সুযোগ আসে ২ মাস কোনো কাজ নেই, তাহলেই ফিরে যেতে পারি সেই জীবনে’। 

× close ad