টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। যিনি জনপ্রিয় হয়েছিলেন, জি বাংলার ‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে। প্রথমটা মুখ্য হলেও, বর্তমানে দেখা যাচ্ছে নেগেটিভ চরিত্রে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’-তে খলনায়িকা চিত্রার চরিত্রে। এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন। তবে অভিনেত্রী নিজে একজন নাগিন হয়ে, বাস্তবে ভয় পান সাপকে।
ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নাগিন হওয়ার। আর সেই স্বপ্ন পূরণ হতে পেরে তিনি খুব খুশি। তবে মুখ্য ভূমিকা থেকে সরাসরি নেগেটিভ চরিত্রে কেন? অভিনেত্রীর কাছে চরিত্র মানে চরিত্র। সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, কোনো বিভেদ কাজ করেনা। তাঁর কথায়, ‘নেগেটিভ-পজিটিভ কিছু বুঝিনা আমি, আমার কাছে উমাও একটা চরিত্র, চিত্রাও একটা চরিত্র। উমাও যেমন ভালোবেসে করেছি, চিত্রাটাও করছি’।
ভালোবেসে করেন বটে, কিন্তু সাপকে তিনি বেশ ভয় পান। সাপকে নিয়ে বেশি আলোচনায় করতে চাননা, যদি এসে পড়ে। অভিনেত্রীর কথায়, ‘ আমার ফোবিয়া আছে, কোনো নতুন জায়গায় গেলেই মনে হয়, সাপ নেই তো? আমার সাপ টিভিতেই দেখতে ভালো লাগে, কাছে থেকে দেখতে নয়। চিত্রা ভয় পায়না, কিন্তু শিঞ্জিনী ভয় পায়। ‘
তিনি চেয়েছিলেন উমা করার পর অন্যরকম চরিত্রে অভিনয় করতে, উমার চরিত্র থেকে বেড়িয়ে কিছু একটা করবেন। দর্শকদের মন্তব্য শুনে আরও ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করছেন এই চরিত্রে। এখন সকলে তাঁকে যেমন উমা বলে ডাকে, তেমনই ডাকে চিত্রা বলে। তবে চিত্রা খলনায়িকা হলেও, বাস্তবে কিন্তু বেজায় পজিটিভ মানুষ।
পর্দায় আমরা দেখতে পাই পঞ্চমীর সাথে বিবাদ। বাস্তবে কিন্তু খুব ভালো বন্ধু। একে অপরের বেশ মিল রয়েছে। তাই এত ভালো বন্ধুত্ব। একসাথে ঘোরা, ভিডিও করা সবটাই করেন। ২০১৯ এ মডেলিংয়ের সূত্র ধরে আলাপ। এরপর যখন লুক সেটের দিন শিঞ্জিনী কে সুস্মিতা দেখে, তখন সবার থেকে বেশি খুশি হয়েছিলেন সুস্মিতা।