জোর টক্কর বাংলা সিরিয়ালে, বাজিমাত করল ‘নিম ফুলের মধু’! রইল সম্পূর্ণ TRP তালিকা

প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। প্রতি সপ্তাহে এই দিনটির জন্য সমস্ত সিরিয়াল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সিরিয়ালের টিকে থাকা

Nandini

30 th march bengali serial trp list

প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। প্রতি সপ্তাহে এই দিনটির জন্য সমস্ত সিরিয়াল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সিরিয়ালের টিকে থাকা নির্ভর করে বেশিরভাগটাই টিআরপির উপর। তবে এখন ধারাবাহিকের গল্পেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সিরিয়ালের একঘেয়েমিতা কাটাতে নতুন নতুন কিছু গল্পের দেখা মিলেছে পর্দায়। যা সত্যিই হয়তো গতানুগতিক সিরিয়ালগুলির একঘেয়েমি কাটাবে।

তবে বিগত কয়েক সপ্তাহ যাবৎ একটানা স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি প্রথম স্থানে আছে। আর সেইরকমই দ্বিতীয় স্থানে আছে জী বাংলার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়াল দুটি দর্শকের মনে বিশেষ জায়গা তৈরী করে নিয়েছে। তবে প্রথম বা দ্বিতীয় স্থানে না থাকলেও জনপ্রিয়তায় কিন্তু পিছিয়ে নেই ‘নিম ফুলের মধু’, ও ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক দুটি।

bengali serial trp list

নিম ফুলের মধু বর্তমানে প্রায় সবচেয়ে বেশি চর্চিত একটি সিরিয়াল। পর্ণা ও তার শাশুড়ির টক্কর দেখতে বেশ মজা উপভোগ করেন দর্শক। পর্ণার শাশুড়ি তাকে যতবার প্যাঁচে ফেলার চেষ্টা করেছে। ততবারই পর্ণা তার শাশুড়িকে মোক্ষম টাইট দিয়েছে। অন্যদিকে, খেলনা বাড়ি এবার লিপ নিচ্ছে। নতুন ভাবে শুরু হচ্ছে এই ধারাবাহিকের গল্প। তো আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক কত পয়েন্ট পেলো।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৩)
তৃতীয়- নিম ফুলের মধু (৭.৮)
চতুর্থ- গৌরী এলো (৭.৭)
পঞ্চম- খেলনা বাড়ি (৭.৫)
পঞ্চমী (৬.৭)
রাঙা বউ (৬.৬)
মেয়েবেলা (৬.৪)
বাংলা মিডিয়াম (৬.২)
মিঠাই (৬.১)

bengali serial top 10 trp list

এই সপ্তাহে নিম ফুলের মধু তৃতীয় স্থানে। আর বিগত সপ্তাহের ন্যায় যথারিতি এই সপ্তাহেও অনুরাগের ছোঁয়া প্রথমে আর জগদ্ধাত্রী দ্বিতীয় স্থানে। খেলনা বাড়ি অনেকটা নিচের দিকে চলে গেছে। এই সপ্তাহের তালিকায় দেখা মেলেনি গাঁটছড়া বা এক্কা দোক্কা ধারাবাহিকের। সেরা দশের শেষে অর্থাৎ দশম স্থানে মিঠাই জায়গা পেয়েছে। মেয়েবেলা এই সপ্তাহে বেশ অনেকটা পয়েন্টে উপরের দিকে এগিয়ে গেছে।

× close ad